মোক্তার হোসেনঃ
রাজবাড়ী জেলার পাংশা ও কালুখালী উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের নতুন ত্রি-বার্ষিক কমিটির অভিষেক শনিবার (৯ আগস্ট) পাংশা শহরের বিশ^াস কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
সংশ্লিষ্ট নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ও এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ মোতাহার হোসেনের সভাপতিত্বে এবং ট্রাস্টের কয়েকবার নির্বাচিত সাধারণ সম্পাদক ও উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলমের উপস্থাপনায় অভিষেক অনুষ্ঠানে ট্রাস্টের সাবেক সভাপতি একেএম নজরুল ইসলাম, মোঃ মোখলেছুর রহমান ও রেজাউল আলম (হুমায়ুন), ট্রাস্টের বর্তমান কমিটির সভাপতি ও এজেডএম
ছাকেন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী শেখ, ট্রাস্টের বর্তমান কমিটির সহ-সভাপতি ও আমেনা খাতুন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী, ট্রাস্টের বর্তমান কমিটির সহ-সভাপতি ও কাজী আব্দুল মাজেদ একাডেমীর প্রধান শিক্ষক মুহাম্মদ শাহাদত আলী, সাঁজুরিয়া জেহরা জেরীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল গফুর ও ট্রাস্টের বর্তমান কমিটির সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ও হাবাসপুর কে.রাজ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মোসলেম উদ্দিন মনির প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা শিক্ষা কল্যাণ ট্রাস্টের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। অভিষেক অনুষ্ঠানে পাংশা ও কালুখালী উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের ত্রি-বার্ষিক নতুন কমিটির পরিচিতি উপস্থাপন করা হয়।
চলতি বছরের ৪ মে পাংশা ও কালুখালী উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের ২৭ সদস্য বিশিষ্ট নতুন ত্রি-বার্ষিক কমিটির নির্বাচিতরা হলেন, সভাপতি- এজেডএম ছাকেন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী শেখ, সহ-সভাপতি- আমেনা খাতুন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ শাজাহান আলী, কাজী আব্দুল মাজেদ একাডেমীর প্রধান শিক্ষক মুহাম্মদ শাহাদত আলী ও মোহাম্মদ আলী একাডেমীর সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সম্পাদক- উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম, সহ-সম্পাদক- চরহরিণাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রাজ্জাক ও রায়পুর কেএসএম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ রানা,
বিভাগীয় সম্পাদক (ক) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক- হাবাসপুর কে.রাজ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মসলেম উদ্দিন, (খ) সাংগঠনিক সম্পাদক- খাগজানা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোখলেছুর রহমান, (গ) দপ্তর সম্পাদক- মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খোন্দকার বুলবুল আহম্মেদ, (ঘ) ক্রীড়া সম্পাদক- এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের সহকারী শিক্ষক মুহাম্মদ তরিকুল ইসলাম,
(ঙ) ছাত্র, শিক্ষক ও সমাজ কল্যাণ সম্পাদক- পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আমজাদ হোসেন, সদস্য (প্রধান শিক্ষক)- পাট্টাজোনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সামছুল আলম, চরপাতুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফিরোজ হায়দার, কালুখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলী ও নুরুজ্জামান মিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসমত আলী, সদস্য (সহকারী শিক্ষক)- কাচারীপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শরিফুল ইসলাম, নাদির হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মেহের আলী,
গোপালপুর কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ ওবায়দুল হক, বহলাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মনিরুল ইসলাম, মৃগী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান ও কালুখালী উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মশিউর রহমান খাঁন, সদস্য (৩য় শ্রেনীর কর্মচারী)- হাবাসপুর কে.রাজ উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী আব্দুল জলিল ও চরহরিণাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মোঃ সোলায়মান হোসেন, সদস্য (৪র্থ শ্রেনীর কর্মচারী)- নাদুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সুবাশ চন্দ্র বিশ^াস, চরহরিণাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের রুবেল হোসাইন ও আখরজানী উচ্চ বিদ্যালয়ের মানিক শেখ।
অভিষেক অনুষ্ঠানে পাংশা ও কালুখালী উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ট্রাস্টের সদস্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রিন্ট