মানিক কুমার দাসঃ
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন এর ফরিদপুর জেলা নারী উদ্যোক্তা ও পুরুষ কমিটির কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেল ৫টায় ফরিদপুরের আলীপুরের আলাউদ্দিন খান সড়কের এস ডি সি ভবনের ২য় তলায় সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর জেলা শাখার সভাপতি মো: জাহিদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন এর চেয়ারম্যান মো: গোলাম মোস্তফা জেমস্।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন এর ভাইস চেয়ারম্যান এস এম মেহেদী হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন এর অতিরিক্ত নির্বাহী পরিচালক মো: শাহাদাত হোসেন শাওন, ব্যবস্থাপনা কেন্দ্রীয় পরিচালক মো: সোহেল মিয়া।
বিশেষ বক্তা ছিলেন আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন এর মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রীয় পরিচালক মো: আক্তার হোসেন আকাশ, মহিলা ও শিশু বিষয়ক কেন্দ্রীয় পরিচালক রাজিয়া সুলতানা লিজা, ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো: কামরুল হাসান জুয়েল, সিনিয়র সহ সভাপতি কাজী মামুনুর রশীদ।
উপস্থাপনায় ছিলেন বৈদেশিক সম্পর্ক উন্নয়ন কেন্দ্রীয় পরিচালক মো: রিফাত ইসলাম ও জেলা মহিলা কমিটির সাধারণ সম্পাদক তামান্না মোসলেম মীরা।
অনুষ্ঠানে ১০৫ সদস্যবৃন্দদেরকে পরিচয় পত্র প্রদান করা হয়েছে এবং দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রিন্ট