মোঃ আলম মৃধাঃ
নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান তুহিনের বিরুদ্ধে নিজের ওয়ার্ড সদস্যকে সকল ধরনের সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে। ৭নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য মোঃ খলিলুর রহমান উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিতভাবে এই অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, গত ০১ জুলাই ২০২২ ইং তারিখ থেকে অদ্যাবধি পর্যন্ত তাকে ইউনিয়ন পরিষদ থেকে কোনো বেতন-ভাতা প্রদান করা হয়নি। এই বেতন ভাতার পরিমান প্রায় দুই লক্ষ টাকার মত। এছাড়াও, ঈদুল ফিতর ও ঈদুল আযহার সময় বিজিবি চাউল, বয়স্ক ও গর্ভবতী ভাতা, টিসিবি কার্ড এবং অন্যান্য সরকারি সুবিধাগুলো থেকেও তাকে বঞ্চিত করা হয়েছে। ফলে তিনি তার ওয়ার্ডবাসীর কাছে জবাব দিতে অপারগ হয়ে পড়েছেন এবং কোনো ধরনের উন্নয়নমূলক কাজও বাস্তবায়ন করতে পারছেন না।
মোঃ খলিলুর রহমান আরও অভিযোগ করেন, চেয়ারম্যানের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাকে উদ্দেশ্যমূলকভাবে হয়রানি করা হচ্ছে। তিনি জানান, সম্প্রতি তার ওয়ার্ডের একটি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় আড়াই লক্ষ টাকার বরাদ্দকৃত রাস্তার কাজ থেকে এক লক্ষ টাকা চেয়ারম্যান তুহিন জোরপূর্বক আদায় করেন। এ বিষয় নিয়ে চেয়ারম্যান ও মেম্বারের মধ্যে বিরোধ শুরু হয় এবং এর জের ধরেই তাকে সকল সরকারি সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে।
এ বিষয়ে চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন বলেন, আমি সাংবাদিক দিয়ে তার বিরুদ্ধে রিপোর্ট করাব কেন এটা কি আমার কাজ? আওয়ামী লীগের লোকদের দিয়ে যদি কাজ করাই আপনি এলাকায় খবর নেন! কোন উন্নয়ন কাজ থেকে আমি কমিশন নিলে সে একা বলবে কেন আরো তো মেম্বার আছে ১২ জন তাদের জিজ্ঞাসা করেন! ইউএনও স্যারের কাছে অভিযোগ দিছে এটা উনি বুঝবে।
উল্লেখ্য, একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে এভাবে অবহেলা ও বঞ্চনার শিকার করা হলে গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি জনআস্থা বিঘ্নিত হয় বলেই মনে করছেন স্থানীয় সচেতন নাগরিকরা। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তারা সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
প্রিন্ট