অহিদ সাইফুলঃ
সংবিধান সংস্কার কমিশন সদস্য, ঝালকাঠি-১ (রাজাপুর- কাঠালিয়া) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মঈন ফিরোজী উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
শনিবার (০৯ আগস্ট) দুপুরে জেলখানা রোডস্থ একটি অভিজাত ক্যাফেতে এ মতবিনিময় সভা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
সভায় ব্যারিস্টার মঈন ফিরোজী বলেন, রাজাপুরের উন্নয়ন, গণতন্ত্রের প্রসার ও সাংবাদিকদের ভূমিকা নিয়ে খোলামেলা আলোচনা করেন। তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাঁদের নিরপেক্ষ ও সাহসী সংবাদ প্রকাশের মাধ্যমেই দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে।”
তিনি আরও বলেন, দল থেকে যাকে মনোনয়ন দেয়া হবে , আমি তার পক্ষেই কাজ করবো। নেতা নয়, আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য হলো ধানের শীষকে বিজয়ী করা।
এসময় উপস্থিত ছিলেন নিউইয়র্ক দক্ষিণ বিএনপি সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজাসহ রাজাপুর উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দরা।
প্রিন্ট