ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির কর্মীসভায় দলীয় মনোনয়নকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে খন্দকার নাসিরুল ইসলামের দুই সমর্থক আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মধ্যে আলফাডাঙ্গা উপজেলা মাল্টিপারপাস হল মিলনায়তন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ডাক বাংলোর সামনে ঘটনাটি ঘটে।
সকাল ১০টায় উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে মাল্টিপারপাস হলে কর্মীসভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা এবং বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন।
ফরিদপুর-১ আসনে দলীয় মনোনয়ন নিয়ে দীর্ঘদিন ধরে খন্দকার নাসিরুল ইসলাম ও বোয়ালমারী পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শামসুদ্দিন মিয়া ওরফে ঝুনুর মধ্যে বিরোধ চলছিল। এর আগে আগস্ট মাসেও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মীসভায় সভাপতির বক্তব্য শুরুর আগেই শামসুদ্দিন মিয়ার সমর্থকরা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিয়ে সভা বর্জন করেন। পরে সভা শেষে খন্দকার নাসিরুল ইসলাম বের হওয়ার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পুনরায় স্লোগান দিলে দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এতে খন্দকার নাসিরুলের সমর্থক মহসিন আলম চান (৩৫) ও দুলু চৌধুরী (৩৮) আহত হন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।
শামসুদ্দিন মিয়ার সমর্থক ও উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক খোশবুর রহমান অভিযোগ করে বলেন, এই সম্মেলন একপাক্ষিকভাবে আয়োজন করা হয়েছে, আমাদের কোনো মতামত নেয়া হয়নি। আওয়ামী লীগের পতিত নেতাদের নিয়ে এই সমাবেশ হয়েছে।
অন্যদিকে খন্দকার নাসিরুল ইসলামের সমর্থক উপজেলা বিএনপির স্থগিত কমিটির আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া দাবি করেন, হট্টগোলকারীরা আওয়ামী লীগ ও বিএনএম এর লোক। খন্দকার নাসিরুল সাহেব সত্য কথা বলায় তারা উস্কে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।
প্রিন্ট