আসলাম বেপারীঃ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মেয়াদোত্তীর্ণ, অনুমোদনহীন এবং স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে চারটি ফার্মেসিকে মোট ৩৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জনস্বাস্থ্য রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলা সদর এলাকার বিভিন্ন ফার্মেসিতে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুন।
অভিযানে সহযোগিতা করেন জেলা ওষুধ তত্ত্বাবধায়ক মো. রোকনুজ্জামান এবং চরভদ্রাসন থানার এসআই ওয়াছেক হাসান সহ পুলিশের একটি দল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে দেখাযায় বেশ কিছু দোকানে সরকারি অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং বিভিন্ন কোম্পানির স্যাম্পল ওষুধ বিক্রি করা হচ্ছে, যা আইনত দণ্ডনীয়। এসব অনিয়মের কারণে চারটি ফার্মেসিকে জরিমানা করা হয়।
জরিমানাকৃত ফার্মেসিগুলো হলোঃ আধুনিক ফার্মা ২০,০০০ টাকা; জাহিদ ফার্মেসি ১০,০০০ টাকা; বিশ্বাস মেডিকেল হল ৫,০০০ টাকা; মক্কা-মদিনা ফার্মেসি ২,০০০ টাকা।
ইউএনও মনিরা খাতুন জানান, জনস্বাস্থ্যের সঙ্গে জড়িত কোনো অনিয়ম বরদাশত করা হবে না। ভবিষ্যতে এ ধরনের অপরাধ দমনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং অভিযান নিয়মিতভাবে চলবে। তাৎক্ষণিকভাবে জরিমানা বাবদ আদায় করা সব টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
প্রিন্ট