আসলাম বেপারীঃ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নে ৬৭০ জন দুস্থ নারীর মাঝে ভালনারেবল উইমেন বেনিফিট (VWB) বা ভিজিডি কার্ড বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কার্ড বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদার, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজাদ খানসহ ইউনিয়নের সকল ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ।
চেয়ারম্যান আজাদ খান বলেন, “আমাদের ইউনিয়নে হতদরিদ্র মানুষের সংখ্যা অনেক বেশি। সরকারিভাবে বরাদ্দ সীমিত থাকলেও আমরা যাচাই-বাছাই করে প্রকৃত উপকারভোগীদের কার্ড দিয়েছি। কোনো অনিয়ম না করে স্বচ্ছভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত।”
প্রিন্ট