মোল্যা মনিরুজ্জামানঃ
অদ্য ১৬ ই আগষ্ট ২০২৫ ইং রোজ শনিবার রাত ৯ টা ৩০ ঘটিকায় কাদিরদী বাজার কলেজ গেট ঐতিহ্য বাহি মোল্লা কিসেনে অত্র সংগঠনের সভাপতি মো: গোলাম মহিউদ্দিন বাবু এবং সাধারণ সম্পাদক মো: ফয়ছাল মোল্লা সত্বাধীকারী মোল্লা ফার্মেসী কাদিরদী বাজার সহ যেমন মুজুরদিয়া বাজার, ভারদি বাজার,জাহাপুর বাজার,জয়নগর বাজার সহ মোট ৩২ জন দক্ষ ড্রাগিষ্ট এই আলোচনা সভায় উপস্থিত হয়।
আলোচনা সভায় সভাপতি মো: মহিউদ্দিন বাবু সকলের কুশলাদী জিজ্ঞাসা করেন এবং ব্যাবসায়ী সম্পর্কে খোজ খবর নেন। কারর কোন সমস্যা আছে কিনা জিজ্ঞাসা করেন এর মধ্য মুজুরদিয়া বাজার সামিয়া ফার্মেসীর কর্নধর শাখাওয়াত বলেন আজ আমাদের এই সংগঠন থাকার কারনে আমরা ৩২ জন ড্রাগিষ্ট একত্রে হতে পেরে আমাদের কাছে খুবই আনন্দ উপভোগ করতে পেরে নিজেদেরকে ধন্য মনে হচ্ছে।
জয়নগর বাজারের পক্ষথেকে ড্রাগিষ্ট তাপস কুন্ডু বলেন আমাদের এই সংগঠন যেন আরো শক্তি শালী করা যায় তার জন্য মাঝে মধ্য আলোচনার ব্যাবস্থা করা উচিত । ভাড়দী বাজারের শাওন মেডিকেলের পক্ষ থেকে ড্রাগিষ্ট সাইফুল ইসলাম শাওন বলেন আমাদের কাছে এসে কোন রুগি যেন কষ্ট না পায় বিশেষ করে বৃদ্ধ রুগি গন তাদের সংগে এক টু বন্ধু সুলভ আচরন করলে তার পরিবার সহ সন্তোষ প্রকাশ করেন।
জাহাপুর বাজারের ড্রাগিষ্ট রাকিবুল হাসান বলেন আমাদের প্রতিটি চেম্বারে রুগির জন্য আলাদা পর্দা সহকারে এক টা বেড থাকলে জরুরী রুগিদের কে দুরুত সু চিকিৎসা প্রদান করা যায়। সবার মতামত শেষে অত্র সংগঠনের সভাপতি সকলের মতামত কে ধন্যবাদ দিয়ে বলেন বিশেষ করে আমাদের প্রতিটি চেম্বার পয় পরিস্কার রাখতে হবে। কারর চেম্বারে যেন এমন কোন ঔষধ রাখবোনা যেটা নিয়ে সমালোচনা হতে পারে।
যেমন বাতিল ঔষধ গুলি যেন নিদিষ্ট স্থানে রাখা হয় এবং এই বাতিল ঔষধ গুলি কোম্পানি যাহাতে ফেরত নেয় সে ব্যাপারে ঔষধ কোম্পানির মার্কেটিং ম্যানেজারদের সু দৃষ্টি রাখার বিষয় সু পরামর্শ দেন। যে কোম্পানি গুলি ঔষধ গুলি ফেরত নিতে না চায় ঐ কোম্পানির ঔষধ যেন কেউ না রাখে। অবশেষে সকলেই যেন রুগির সাথে ভালো ব্যবহার করেন। মিটিং শেষে সকল কে নিয়ে মোল্লা কিসেনে নান রুটি এন্ড চাপ পাটির ম্যাধ্যমে ১০ টা ৩০ ঘটিকায় অনুষ্ঠান সমাপ্তি করেন।
প্রিন্ট