সময়ের প্রত্যাশা ডেস্ক রিপোর্টঃ
১২ আগস্ট রাতে বোয়ালমারীতে কর্মরত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে অন্তরায় নিয়ে দীর্ঘ আলোচনা হয়। আলোচনা শেষে বোয়ালমারী প্রেসক্লাবকে গতিশীল করতে উপস্থিত সাংবাদিকবৃন্দ একমত হয়ে ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
দৈনিক ইত্তেফাকের বোয়ালমারী সংবাদদাতা ও সাপ্তাহিক আল-হেলাল-এর সম্পাদক মো. রিজাউল হককে কমিটির সভাপতি এবং যমুনা টিভি ও দৈনিক মানব কণ্ঠ পত্রিকার প্রতিনিধি মো. মহব্বত জান চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মুরসিদ আহমেদ লিটু সিকদার (সম্পাদক, দৈনিক সময়ের প্রত্যাশা); সহ-সভাপতি এম.এম. নূর ইসলাম (দৈনিক কালের কণ্ঠ); সহ-সাধারণ সম্পাদক এ.কে.এম. রেজাউল করিম (দৈনিক ভোরের ডাক); অর্থ সম্পাদক এম.এম. জামান (দৈনিক ঢাকার ডাক); দপ্তর সম্পাদক তৈয়েবুর রহমান কিশোর (দৈনিক আমার সংবাদ); প্রচার ও প্রকাশনা সম্পাদক এরশাদ সাগর (দৈনিক মানব জমিন)।
কার্যনির্বাহী সদস্যরা হলেন যথাক্রমে অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন (দৈনিক বাংলাদেশ প্রতিদিন); সৈয়দ মাহাবুবুর রশিদ হেলাল (দৈনিক আজকের প্রত্যাশা); রাসেল আহমেদ (ডেইলি নিউ নেশন); কামরুল সিকদার (দৈনিক ভোরের কাগজ) ও নাজমুল হক (দৈনিক নয়া দিগন্ত)।
প্রিন্ট