আলিফ হোসেনঃ
রাজশাহীর তানোরে ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় বিলকুমারী বিলের অভয়াশ্রমসহ উপজেলার বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। জানা গেছে, ১৩ আগস্ট বুধবার দিনব্যপী পর্যায়ক্রমে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যেগে এসব জলাশয়ে প্রায় ৩৪৩ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক লিয়াকাত সালমানের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেনের পরিচালনায় পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক সরদার মহিউদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সিনিয়র সহকারী পরিচালক অসীম কুমার ঘোষ, তানোর উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ সুমন মিয়া ও জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী জাকির হোসেন প্রমুখ।
এবিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন বলেন, তানোরে বিলকুমারী বিল ও খাল এবং বিভিন্ন স্থানের জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ উৎপাদনের জন্য সম্ভাবনাময় একটি এলাকা। দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির জন্য আমরা নানা উদ্যোগ গ্রহণ করেছি।
প্রিন্ট