মোঃ অহিদ সাইফুলঃ
রাজাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নূর হোসেন ৭ আগস্ট বিকাল ৩টায় উপজেলা পরিষদ মার্কেট চত্বরে র্যালি ও সমাবেশের আয়োজনের জন্য অনুমতি পত্র প্রশাসনকে দেন। একই স্থানে ঐসময়ে ১১ আগস্ট উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেনও সমাবেশের অনুমতির জন্য পত্র দাখিল করেন।
পাল্টাপাল্টি সমাবেশের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় রাজাপুর থানার ওসি ১২ আগস্ট উপজেলা প্রশাসনের কাছে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ১৪৪ ধারা জারির সুপারিশ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ একই দিন রাত ১০টা থেকে ১৩ আগস্ট রাত ১২টা পর্যন্ত উপজেলা পরিষদ মার্কেট চত্বর ও সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা কার্যকরের আদেশ জারি করেন।
তবুও বুধবার বিকাল সাড়ে ৪টায় রাজাপুর বাইপাস এলাকায় বিএনপির উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন , নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত,সংবিধান সংস্কার কমিশনের সদস্য মঈন ফিরোজী, অবসরপ্রাপ্ত কর্নেল মোস্তাফিজুর রহমানসহ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. নূর হোসেন এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
এদিকে যুবদলের আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। তবে সমাবেশ কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।
প্রিন্ট