নূর ই আলম (কাজী নূর)ঃ
এ প্রজন্মের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাইজা জয়ার নতুন একক গান ‘কি মায়া লাগাইলো রে বন্ধু’ মুক্তি পেয়েছে। হৃদয় ছোঁয়া কথামালার এই গানটি ইতিমধ্যে শ্রোতাদের মনে সাড়া ফেলতে সক্ষম হয়েছে। গানটি প্রকাশিত হয়েছে AF SAIKOT ইউটিউব চ্যানেলে।
গানটির কথায় প্রকাশ পেয়েছে বিচ্ছেদ ও বিরহের সুর। “কি মায়া লাগাইলো রে বন্ধু/তারে ছাড়া ভালো লাগে না/কি দুঃখ এই হৃদয় মাঝারে/ভুলতে তারে বাড়ে যন্ত্রণা/দিনে রাইতে ভাবি তারে/ঘুম আসে না”—এমন হৃদয়স্পর্শী কথায় সাজানো গানটি মুগ্ধ করছে শ্রোতাদের।
গানটির লেখক মুগ্ধতার কবি খ্যাত যশোরের কবি ও গীতিকার রাজ পথিক বলেন, “কণ্ঠশিল্পী ফাইজা জয়া তার কণ্ঠের যাদুতে একাধিকবার যোগ্যতার প্রমাণ দিয়েছেন। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও যার অগণিত ভক্ত শ্রোতা রয়েছে। তার জন্যই লেখা আমার এই গান।” তিনি আশা প্রকাশ করেন, গানটি কোটি কোটি শ্রোতার মন জয় করতে সক্ষম হবে।
গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন জনপ্রিয় মিউজিক কম্পোজার এএফ সৈকত। গানটির ডিওপি এবং সম্পাদনার দায়িত্বে ছিলেন আল আমিন মাসুদ, আর ডিজাইন করেছেন মোমেন খান।
প্রিন্ট