ইনামুল খন্দকারঃ
ফরিদপুরের মধুখালীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাসেলের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুর রহমান, মধুখালী থানার অফিসার ইনচার্জ এস এম নুরুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মামুন হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব এলাহী, মধুখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম আবুল, বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক গোলাম মোস্তফা বাকি, ফরিদপুর জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল আলিম মানিক প্রমুখ।
এছাড়া বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা দপ্তরের প্রধানগণসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
প্রিন্ট