মোঃ রিপন শেখঃ
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ঝিনাইদহের শৈলকুপা উপজেলা কমিটি গঠন করা হয়েছে। ১৭ আগস্ট রবিবার জেলা ইউনিটির নির্বাহী কমিটির সভায় শৈলকুপা উপজেলা কমান্ডের ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
এতে সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ফরিদ রেজাকে আহবায়ক এবং সাবেক পুলিশ অফিসার বীরমুক্তিযোদ্ধা আবুল হাসেমকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন বীরমুক্তিযোদ্ধা উজির আলী, নাজিম উদ্দীন, মনোয়ার খান, আসাদুজ্জামান দুলাল ও আবু দাউদ। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ঝিনাইদহ জেলা ইউনিটির আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মাস্টার ও সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক খান সাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রিন্ট