মানিক কুমার দাস:
শেখ ফয়েজ আহমেদ কে বহিষ্কার করেছে ফরিদপুর প্রেসক্লাব।
আজ রবিবার সন্ধ্যায় কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় তাকে প্রেসক্লাব থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়া হয়। ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সদস্য শেখ ফয়েজ আহমেদের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে উদ্ভূত পরিস্থিতিতে কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় সর্বসম্মতভাবে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এছাড়া এই বিতর্কিত ব্যক্তির “জুলাই সাহসী সাংবাদিক” সম্মাননা প্রত্যাহারের জন্যও উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
প্রিন্ট