হুমায়ন আহমেদ:
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়ন পরিষদ হল রুমে আজ রবিবার সকাল ১০টায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে এবং টোটো ফাউন্ডেশন, জাপান এর সহযোগিতায় “AWD ও পানি সাশ্রয়” বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোজাম্মেল হক, বৈজ্ঞানিক, ব্রি (BRRI), গাজীপুর। প্রশিক্ষণের সভাপতিত্ব করেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. বিল্লাল হোসেন।
বিশেষ অতিথি ও রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন অভিজিৎ কুমার বিশ্বাস, অতিরিক্ত কৃষি অফিসার, দামুড়হুদা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাউলি ইউপি চেয়ারম্যান মো. নিজাম উদ্দীন, হাউলি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ইউছুপ আলী এবং প্রশাসনিক কর্মকর্তা মো. মনিরুজ্জামান।
প্রশিক্ষণে হাউলি ইউনিয়নের মোট ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন।
প্রিন্ট