আন্তর্জাতিক নারি দিবস উপলক্ষে রাজশাহীর বাঘায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৮ মার্চ) উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজন করে।
সকাল ১১ টায় র্যালী শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, যে দেশের নারিরা কর্মক্ষেত্রে যত বেশি অগ্রসর, সে দেশ ততো উন্ননশীল। এ দিক থেকে বর্তমান সরকার নারিদের ভাগ্যান্নয়নে কাজ করে যাচ্ছে এবং আমরা উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশে সকল সেক্টরে এখন নারিদের পদ চারনা রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড: লায়েব উদ্দিন লাভলু, সহকারি কমিশনার ভুমি জয়েল আহাম্মেদ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বাঘা পৌর মেয়র আক্কাছ আলী, অধ্যক্ষ নছিম উদ্দিন ও নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা ও উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন আক্তার।
প্রিন্ট