মোঃ অহিদ সাইফুল, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে একটি শুকনো গাছের ডালকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছে একটি পরিবার। এতে তিন নারীসহ পাঁচ জন আহত হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীদের মধ্যে কোহিনুর বেগম বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে রাজাপুর থানার লিখিত অভিযোগ দায়ের করেন। কোহিনুর বেগম উপজেলার গালুয়া ইউনিয়নের চাড়াখালী এলাকার সোহরাব হাওলাদারের স্ত্রী।
অভিযোগ থেকে জানা গেছে, গত রবিবার (১২ জানুয়ারি) সোহরাব হাওলাদার তার বাড়ির পাশের বাগানে রান্নার জন্য শুকনো লাকড়ি আনতে যায়। এ সময় একই এলাকার মৃত জয়নাল খানের ছেলে আনিসের সাথে সাথে কথা কাটাকাটি হলে সোহরাব বাড়ির দিকে চলে আসে। আনিস তার বাড়ির লোক শামীম খান, আনিস খান, সবুর খান ও ইয়াসিন সহ ৮/১০ ভাড়াটিয়া লোকজন গাছ কাটা দাও, রামদা, লোহার রড, লাঠিসোটা নিয়ে সোহরাবের বাড়ির কাছে তার ওপর হামলা চালায়।
এ সময় তাঁর ডাক চিৎকারে বাড়িতে থাকা কহিনুর বেগম, মনি আক্তার, সুমা বেগম ও মিরাজ ছুটে আসলে তাদের ওপর হামলা চালায় প্রতিপক্ষরা। এতে তাঁরা রক্তাক্ত জখম হয়। পরে খুন জখমের হুমকি দিয়ে তাদের ফেলে রেখে প্রতিপক্ষরা চলে যায়। স্থানীয়দের সহায়তায় আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সোহরাব, সুমা ও মিরাজকে ভর্তি রাখেন।
অভিযুক্ত মোঃ সবুর খান জানায়, ঘটনার দিন আমি বাড়িতে ছিলাম না। শুনেছি একটি গাছের ডাল নিয়ে মারামারি হয়েছে।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রিন্ট