রাশিদুল ইসলাম রাশেদঃ
নাটোরের লালপুর উপজেলার চন্ডিগাছা গ্রামের এক শিশু ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে ‘নিজেরা করি’ নামের একটি ভূমিহীন সংগঠন।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১১টায় সংগঠনটির নেত্রী সাহারা বেগমের সভাপতিত্বে এবং হাবিবুর রহমানের সঞ্চালনায় উপজেলার আরবাব ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন:
নিজেরা করি সংগঠনের লালপুর-বাগাতিপাড়া অঞ্চল সমন্বয়ক জাহাঙ্গীর আলম
সংগঠনের কর্মী রিনা মন্ডল
আরবাব ইউপি চেয়ারম্যান মোখলেসুর রহমান
ভূমিহীন নেত্রী লিলি বেগম
বাপ্পি দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, মামলা হওয়ার পরেও তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক আলী আকবর আসামিকে গ্রেফতার না করে উল্টো তার সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। এতে ভুক্তভোগী পরিবারের ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তারা দ্রুত আসামিকে গ্রেফতারের জোর দাবি জানান।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মমিনুজ্জামান বলেন, মামলার তদন্ত কার্যক্রম চলছে এবং আসামিকে দ্রুত গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত ১৯ জুন ধর্ষণের শিকার ভুক্তভোগী শিশুর মা (৪৩) উপজেলার চন্ডিগাছা গ্রামের মো. তামিম হোসেন (১২) নামের এক কিশোরকে আসামি করে লালপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এজাহার সূত্রে জানা যায়, গত ১২ জুন ওই শিশুকে নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত তামিম। পরে শিশুটিকে উদ্ধার করে প্রথমে গ্রাম্য চিকিৎসক এবং পরে নাটোর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
প্রিন্ট