আব্দুল হামিদ মিঞাঃ
বাঘায় ৫০ বছর বয়সী নারী পতেঙ্গা বেগম বিদুৎস্পর্শে মারা গেছেন। তিনি উপজেলার বাউসা ইউনিয়নের ধন্দহ-অমরপুর গ্রামের নঈম উদ্দিনের স্ত্রী।
বুধবার (৯ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে মাল্টিপ্লাগে ২ মাথা বিশিষ্ট সকেট ঢুকানোর সময় বিদ্যুৎস্পর্শে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিহতের স্বামী নঈম উদ্দিন জানান, টিভি দেখার জন্য মাল্টিপ্লাগে সকেট ঢুকাতে গিয়ে পতেঙ্গা বেগম বিদ্যুৎস্পর্শে পড়েন। পাশের ঘরের ছোট ছেলের স্ত্রী শব্দ শুনে ছুটে এসে লোক ডাকাডাকি করতেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাঘা থানার ওসি আফম আছাদুজ্জামান বলেন, এ বিষয়ে একটি ইউডি (অস্বাভাবিক মৃত্যু) মামলা হয়েছে।
প্রিন্ট