ঢাকা , শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ভেড়ামারায় সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

ইস্রাফিল হোসেন ইমনঃ

 

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে দাউদ (৩০) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

আজ বুধবার রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। অভিযানে একটি দেশীয় শটগান, একটি তাজা কার্তুজ, একটি রামদা এবং একটি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

 

আটক দাউদ ভেড়ামারা উপজেলার উত্তর ভবানীপুর মুড়ির মিল সংলগ্ন এলাকার আজগর আলীর ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি বিএনপি নেতা রাজনের সশস্ত্র ক্যাডার হিসেবে দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিলেন। তার গ্রেপ্তারে ধরমপুর এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়, ধরমপুর ইউনিয়নে বিএনপির অভ্যন্তরীণ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। শক্তি প্রদর্শনের অংশ হিসেবে একটি পক্ষ সশস্ত্র সন্ত্রাসীদের জড়ো করছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া সেনানিবাসের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে।

 

অভিযানের সময় দাউদের বাড়ি ঘিরে ফেলে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির চাতাল থেকে আগ্নেয়াস্ত্র ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়।

 

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব তালুকদার জানান, আটক দাউদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের একটি মামলা রেকর্ড করা হয়েছে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হরিপরে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী যুবক নিহত

error: Content is protected !!

ভেড়ামারায় সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

আপডেট টাইম : ১০:০৩ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
ইস্রাফিল হোসেন ইমন, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি :

ইস্রাফিল হোসেন ইমনঃ

 

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে দাউদ (৩০) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

আজ বুধবার রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। অভিযানে একটি দেশীয় শটগান, একটি তাজা কার্তুজ, একটি রামদা এবং একটি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

 

আটক দাউদ ভেড়ামারা উপজেলার উত্তর ভবানীপুর মুড়ির মিল সংলগ্ন এলাকার আজগর আলীর ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি বিএনপি নেতা রাজনের সশস্ত্র ক্যাডার হিসেবে দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিলেন। তার গ্রেপ্তারে ধরমপুর এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়, ধরমপুর ইউনিয়নে বিএনপির অভ্যন্তরীণ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। শক্তি প্রদর্শনের অংশ হিসেবে একটি পক্ষ সশস্ত্র সন্ত্রাসীদের জড়ো করছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া সেনানিবাসের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে।

 

অভিযানের সময় দাউদের বাড়ি ঘিরে ফেলে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির চাতাল থেকে আগ্নেয়াস্ত্র ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়।

 

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব তালুকদার জানান, আটক দাউদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের একটি মামলা রেকর্ড করা হয়েছে।


প্রিন্ট