মোঃ আরিফুল মিয়া, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ জামায়েত ইসলামীর আমির বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা ডাঃ মোঃ শফিকুর রহমান এর আগমন উপলক্ষে বিশাল এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ই জানুয়ারি ২০২৫ ইং) সকাল আটটায় মধুখালী আখচাষী কল্যাণ ভবনের সামনে এই পথসভার টি অনুষ্ঠিত হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়েত ইসলামির আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ বদরুদ্দিন, আমীর বাংলাদেশ জামায়েত ইসলামি ফরিদপুর জেলা শাখা, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডাক্তার মোঃ ইলিয়াস মোল্লা, সাবেক চেয়ারম্যান রসায়ন বিভাগ, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানের সভাপতি করেন মোঃ আলিমুজ্জামান, আমির বাংলাদেশ জামায়েত ইসলাম মধুখালী উপজেলা শাখা। এ সময় মধুখালী, বোয়ালমারী এবং আলফাডাঙ্গা উপজেলার জামায়েত ইসলামীর হাজারো নেতাকর্মী পথসভায় যোগদান করেন।
প্রিন্ট