ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপাের্টার
কুষ্টিয়ার খোকসা জয়ন্তী হাজরা ইউনিয়নের মামুদানিপুর গ্রামে একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিকে কয়েক দিন এলাকায় ঘুড়তে দেখা গেছে বলে গ্রামবাসীরা জানান। মৃতদেহ উদ্ধারের চার ঘন্টা পর জানা গেল তার আসল পরিচয়।
গতকাল বুধবার (১৫ জানুয়ারি) সকালে জয়ন্তী হাজরা ইউনিয়নের মামুদানিপুর গ্রামের মেম্বর মজিবর রহমান মালের বাড়ি সংলগ্ন পুকুরে মৃতদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে থানা পুলিশ ওই পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করে। প্রথম অবস্থায় নিহত ব্যক্তির নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার বয়স ৫৫ বছরের একটু কমবেশি হতে পারে। তার পরনে একটি পঞ্জাবী ও জিনসের জ্যাকেট রয়েছে।
মৃতদেহের শরীরের চামড়ায় পচন ধরেছে। তা থেকে প্রচন্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। মৃতদেহ উদ্ধারের প্রায় ৪ ঘন্টা পর বেলা পৌনে ১টার দিকে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওই নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করেন।
তিনি জানান, উদ্ধার করা নিহত ব্যক্তির নাম আব্দুল মজিদ ওরফে সেন্টু। তিনি পাংশা উপজেলা মথুরাপুর গ্রামের মৃত এলাহী বস্কের ছেলে। নিহত ব্যক্তি মাছপাড়া ডিগ্রী কলেজের অফিস সহায়ক পদে চাকুরিরত ছিলেন। ১২/১৩ বছর আগে হৃদরোগের অপারেশনের পর তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পরেন।
জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বর ও পুকুরের মালিক মজিব রহমান মাল জানান, তিনি সকালে বাড়ির বাইরে ছিলেন। শিশুরা ছাগল রাখার সময় তার পুকুরে মরা মানুষ ভাসতে দেখে। এই খবর পেয়ে তিনি (মজিবর রহমান) বাড়ি ফিরে আসেন। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করেছে। নিহত ব্যক্তিকে তিনিও চেন না। তবে শুনেছেন শুক্রবার দিনগত রাতে নিহত ব্যক্তি ফুলবাড়ি গ্রামের হামিদ মোল্লার পুকুরে পরে গিয়েছিল।
সেখান থেকে গ্রামবাসী তাকে উদ্ধার করে। প্রাথমিক ভাবে সুস্থ করার পর তাকে শুকনো পোষাক পড়িয়ে দেয়। শেষ রাতে নিজের ভেজা কাপড় ফেলে রেখে সেখান থেকে বেড়িয়ে পরেন।
নিহতের ছেলে ইয়ামিন জানান, তার বাবা প্রায়ই বাড়ি থেকে চলে যেতেন। আবার একাই ফিরেও আসতেন। এবারও ৫/৬ দিন দিন আগে বাড়ি ছাড়েন আর ফিরেনি। তারা বাবা মানসিক ভারসাম্যহীন বলেও নিশ্চিত করেন।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম জানান, তিনি গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করেন। প্রাথমিক পর্যায়ে নিহতের পরিচয় জানা যায়নি। প্রায় চার ঘন্টা পর নিহতের নাবালক ছেলে ইয়ামিন তার বাবার পরিচয় নিশ্চিত করেন। মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিল বলেও তার পরিবার নিশ্চিত করেছে।
এ ঘটনায় খোকসা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রিন্ট