মোঃ নূর ই আলম (কাজী নূর):
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাইনি তোমায়/বাহির পানে চোখ মেলেছি, আমার হৃদয় পানে চাউনি আমার। আমার সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে/নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে ?। এমন নানা গান, কবিতায় কবিগুরুকে স্মরণ করে ১৬৪তম রবীন্দ্র জন্মবার্ষিকী উদযাপন করেছে সুরধুনী সংগীত নিকেতন যশোর। এ উপলক্ষে সোমবার (১২ মে) বিকাল ৫টায় যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সুরধুনী।
.
অনুষ্ঠানে সুরধুনী সংগীত নিকেতন এর অধ্যক্ষ অর্দ্ধেন্দু প্রসাদ বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে বলেন, রবীন্দ্রনাথ আমাদের প্রাণের কবি। আমাদের পথপ্রদর্শক। এ সময় তিনি রবীন্দ্র সাহিত্য এবং রবীন্দ্রসঙ্গীত চর্চা বাড়ানোর আহবান জানান।
.
এছাড়া সুরধুনী আয়োজিত রবীন্দ্র জন্মবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুরধুনী সংগীত নিকেতন এর সভাপতি হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, সহ সভাপতি রতন সরকার প্রমুখ।
.
দুইঘন্টা ব্যাপী অনুষ্ঠানে সমবেত সংগীত, একক সংগীত, সমবেত নৃত্য, একক নৃত্য, সমবেত আবৃত্তি পরিবশন করেন অংকন হালদার, পরম মল্লিক, আরাধ্য দাস, অনুসূয়া অধিকারী, ফাল্গুনী সজ্জন, মনজুরা রহমান, শারমিন হক, তরিকুল ইসলাম, সুষ্মিতা রায়সহ অনেকে। এছাড়া অসংখ্য শিশুশিল্পী বিভিন্ন পরিবেশনায় অংশ নেয়।
প্রিন্ট