মোঃ আমিন হোসেনঃ
ঝালকাঠির নলছিটি পৌর এলাকার কাঠেরপোল থেকে শংকরপাশা হয়ে পুলেরহাট পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য ছিল। ভাঙাচোরা রাস্তায় যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিলো স্থানীয়দের।
.
২০২৩ সালে ওই রাস্তায় ভ্যান উল্টে পড়ে প্রাণ হারায় পাঁচ বছর বয়সী এক শিশু। ঘটনার এক বছর পর অবশেষে শুরু হলো সড়কটির পুনঃনির্মাণ কাজ।
.
সোমবার (১২ মে) বিকেলে এক কিলোমিটার রাস্তা ইউনিব্লকে নির্মাণের উদ্বোধন করেন নলছিটি পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। প্রায় ৭৫ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে পৌরসভা।
.
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নলছিটি উপজেলা সভাপতি মাওলানা মো. শাহজালাল হোসাইন জিহাদী।
.
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিহত শিশুর বাবা কবির হোসেন, পৌরসভার উপসহকারী প্রকৌশলী আবুল হোসেন,এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি আব্বাস হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. মনির হাওলাদারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
প্রিন্ট