ঢাকা , রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়ায় শ্রমিক অধিকার, নিরাপত্তা ও প্রশিক্ষণ বিষয়ক মতবিনিময় Logo কুষ্টিয়ায় হত্যাসহ দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo ডিভোর্সী নারীকে বিয়ে নিয়ে দ্বন্দ্বঃ যশোরে ছুরিকাঘাতে যুবক নিহত Logo পাংশায় যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র-গুলিসহ চিহ্নিত সন্ত্রাসী বাবুল সরদার গ্রেফতার Logo শালিখায় বি.এন.পি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo মহম্মদপুরে শিক্ষক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত Logo বাগাতিপাড়ায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা Logo UK parliamentarians engage in dialogue for a truth and reconciliation for Bangladesh’s future Logo শান্তিতে নোবেলজয়ীর ব্যর্থতায় দেশে সহিংসতা বাড়ছেঃ -মোমিন মেহেদী Logo এসএসসি ফলাফলে খুশি নয় অভিভাবক ও শিক্ষার্থীরা
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

বং সিনেমাটিক ডিজিটাল মার্কেটিং এর আয়োজনে কলকাতায় ‘বঙ্গ সন্তান সম্মান- ২০২৪

মোল্লা জসিমউদ্দিনঃ

 

‘বং সিনেমাটিক’ ডিজিটাল মার্কেটিং ইভেন্ট ও প্রোডাকশন হাউস এর আয়োজনে ৩তম বর্ষের বঙ্গ সন্তান সম্মান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ মে) কলকাতার সুরেন্দ্রনাথ কলেজ অফ ওমেন এর গীতাঞ্জলি অডিটোরিয়াম মঞ্চে এ সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ২২ জনকে ‘বঙ্গ সন্তান সম্মান প্রদান করে বঋ সিনেমাটিক।

.

অনুষ্ঠান মঞ্চে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র ভারতী সোসাইটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায়, মুখ্য আইন প্রশিক্ষক সমরেন্দু চক্রবর্তী, রাজ্য ক্রীড়া ও যুব কল্যাণ ডেপুটি সেক্রেটারি দিলীপ কুমার বিশ্বাস, সিটি সেশন কোর্টের সিনিয়র পিপি অলোক কুমার দাস।

.

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমীর মজুমদার, অর্ভি কর, অর্না চক্রবর্তী, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, সোমা দাস, সৌমিতা দে, দেবজিৎ ব্যানার্জী, অনুপ কুমার সামন্ত, বুলু গোস্বামী প্রমুখ।

.

বঙ্গ সন্তান সম্মান প্রাপ্তরা হলেন, মানব মুখার্জী, ভিশাল খান্না, পুজা মন্ডল, কবিরুল ইসলাম, দেবযানী চৌধুরী, আদ্যাশক্তি আয়কত, সঙ্গীতা বাসু রায়, শুভদীপ ঘোষ, রাজীব শ্রাবণ, যুথিকা পাণ্ডে, সুজাতা দে, চৈতালি দাস মজুমদার, ড. দীপ্তি মুখার্জী, শিবানী কুন্ডু সাহা, স্বাগতা দাস, সমীর শীল, ইন্দ্রানী গাঙ্গুলী, প্রণতি সাহা, প্রীতম রায়, কৃষেন্দু সেন, স্নিগ্ধা কর্মকার বিজয়া নাগ। এছাড়া অজয় ভট্টাচার্য ও হিমেন্দু দাসকে এ মঞ্চে বং সিনেমাটিক বিশেষ সন্মাননা প্রদান করা হয়।

.

অনুষ্ঠানে সংগীত সন্ধ্যায় অংশগ্রহণ করেন আলিপ্রিয়া দেব,স্বর্ণা গোস্বামী, শীর্ষা দে, সাগর রায়। উপস্থিত ছিলেন বং সন্তান কমিটির সম্পাদক মোল্লা জসিমউদ্দিন, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিরেক্টর বুলু গোস্বামী।

.

বং সিনেমাটিক এর কর্ণধার বিশ্বরুপ সিনহা কর্ণধার বলেন-” বং সিনেমাটিক এগিয়ে চলেছে তার লক্ষে, আঙ্গিকারে। সমাজের নবাগত শিল্পীদের পরিচয় তুলে ধরতে বং সিনেমাটিক সবসময় অঙ্গীকারাবদ্ধ থাকবে। আগামী দিনে বং সিনেমাটিক এর বঙ্গ শ্রী সম্মান আসছে সেখানেও আমার আবার নতুন প্রতিভাদের সমাজের সামনে আনবো। আপনারা পাশে থাকুন, আমাদের সাথে চলুন। নিশ্চয়ই আগামীতে আরো ভালো কিছু করতে পারবো।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শ্রমিক অধিকার, নিরাপত্তা ও প্রশিক্ষণ বিষয়ক মতবিনিময়

error: Content is protected !!

বং সিনেমাটিক ডিজিটাল মার্কেটিং এর আয়োজনে কলকাতায় ‘বঙ্গ সন্তান সম্মান- ২০২৪

আপডেট টাইম : ০৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
মোল্লা জসিমউদ্দিন, কলকাতা থেকে :

মোল্লা জসিমউদ্দিনঃ

 

‘বং সিনেমাটিক’ ডিজিটাল মার্কেটিং ইভেন্ট ও প্রোডাকশন হাউস এর আয়োজনে ৩তম বর্ষের বঙ্গ সন্তান সম্মান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ মে) কলকাতার সুরেন্দ্রনাথ কলেজ অফ ওমেন এর গীতাঞ্জলি অডিটোরিয়াম মঞ্চে এ সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ২২ জনকে ‘বঙ্গ সন্তান সম্মান প্রদান করে বঋ সিনেমাটিক।

.

অনুষ্ঠান মঞ্চে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র ভারতী সোসাইটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায়, মুখ্য আইন প্রশিক্ষক সমরেন্দু চক্রবর্তী, রাজ্য ক্রীড়া ও যুব কল্যাণ ডেপুটি সেক্রেটারি দিলীপ কুমার বিশ্বাস, সিটি সেশন কোর্টের সিনিয়র পিপি অলোক কুমার দাস।

.

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমীর মজুমদার, অর্ভি কর, অর্না চক্রবর্তী, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, সোমা দাস, সৌমিতা দে, দেবজিৎ ব্যানার্জী, অনুপ কুমার সামন্ত, বুলু গোস্বামী প্রমুখ।

.

বঙ্গ সন্তান সম্মান প্রাপ্তরা হলেন, মানব মুখার্জী, ভিশাল খান্না, পুজা মন্ডল, কবিরুল ইসলাম, দেবযানী চৌধুরী, আদ্যাশক্তি আয়কত, সঙ্গীতা বাসু রায়, শুভদীপ ঘোষ, রাজীব শ্রাবণ, যুথিকা পাণ্ডে, সুজাতা দে, চৈতালি দাস মজুমদার, ড. দীপ্তি মুখার্জী, শিবানী কুন্ডু সাহা, স্বাগতা দাস, সমীর শীল, ইন্দ্রানী গাঙ্গুলী, প্রণতি সাহা, প্রীতম রায়, কৃষেন্দু সেন, স্নিগ্ধা কর্মকার বিজয়া নাগ। এছাড়া অজয় ভট্টাচার্য ও হিমেন্দু দাসকে এ মঞ্চে বং সিনেমাটিক বিশেষ সন্মাননা প্রদান করা হয়।

.

অনুষ্ঠানে সংগীত সন্ধ্যায় অংশগ্রহণ করেন আলিপ্রিয়া দেব,স্বর্ণা গোস্বামী, শীর্ষা দে, সাগর রায়। উপস্থিত ছিলেন বং সন্তান কমিটির সম্পাদক মোল্লা জসিমউদ্দিন, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিরেক্টর বুলু গোস্বামী।

.

বং সিনেমাটিক এর কর্ণধার বিশ্বরুপ সিনহা কর্ণধার বলেন-” বং সিনেমাটিক এগিয়ে চলেছে তার লক্ষে, আঙ্গিকারে। সমাজের নবাগত শিল্পীদের পরিচয় তুলে ধরতে বং সিনেমাটিক সবসময় অঙ্গীকারাবদ্ধ থাকবে। আগামী দিনে বং সিনেমাটিক এর বঙ্গ শ্রী সম্মান আসছে সেখানেও আমার আবার নতুন প্রতিভাদের সমাজের সামনে আনবো। আপনারা পাশে থাকুন, আমাদের সাথে চলুন। নিশ্চয়ই আগামীতে আরো ভালো কিছু করতে পারবো।


প্রিন্ট