মোঃ নূর -ই- আলম (কাজী নূর)ঃ
যশোর শহরের ষষ্ঠিতলায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আশরাফুল ইসলাম বিপুল (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বিপুল শহরের বারান্দি পাড়া ঢাকা রোডের আক্তার হোসেনের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের ডিপোতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, ছয় মাস আগে যশোর শহরের ষষ্ঠীতলাপাড়ার বাসিন্দা বাপ্পির সাথে সুমাইয়ার বিবাহ বিচ্ছেদ হয়। পরবর্তীতে সুমাইয়া বিপুলের সাথে নতুন সংসার শুরু করে। বাপ্পির নেতৃত্বে একদল সন্ত্রাসী শনিবার (১২ জুলাই) রাত ৮টার দিকে সংঘবদ্ধভাবে বিপুলকে কুপিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় বিপুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার পর অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
নিহত বিপুলের বাবা আক্তার হোসেন জানান, তার ছেলে ছয় মাস আগে বাপ্পির ডিভোর্সি স্ত্রী সুমাইয়া আক্তারকে বিয়ে করেন। এই বিয়ের পর থেকেই বাপ্পি বিভিন্নভাবে বিপুলকে হুমকি দিয়ে আসছিল। বাপ্পির নেতৃত্বে আমার ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
নিহতের স্ত্রী সুমাইয়া আক্তার বলেন, ‘আমি ৬ মাসের গর্ভবতী। আমার স্বামীকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করেছে। স্বামী হত্যার বিচার চাই।’
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মোঃ শাকিরুল ইসলাম জানান, গুরুতর আহত অবস্থায় বিপুলকে হাসপাতালে আনা হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিপুল মারা গেছেন। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
প্রিন্ট