শামসুর রহমানঃ
মাগুরা শালিখা উপজেলায় বি.এন.পির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১২ জুলাই) বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওয়াজেদ আলী সরদার।
তবে সভায় কমিটি ঘোষণা করা হয়নি। শুধু কীভাবে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা যায় সেই অভিব্যক্তি জানিয়েছেন নেতা কর্মীরা।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, শালিখা উপজেলা বিএনপির মধ্যে অনেক ষড়যন্ত্র হচ্ছে। বিগত ১৭ বছরে আওয়ামী লীগের নির্যাতন গুম,খুন, মিথ্যা মামলায় যে হয়রানি করা হয়েছে তাদের বিচার করা হবে। যারা বিদেশে পালিয়ে গেছে তাদেরকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে। এদেশের হাজার হাজার কোটি টাকা পয়সা লুট করে বিদেশে পাচার করেছে,তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে।
মাগুরা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান চকলেট বলেন, গত ১৭ বছরে জেলখানায় আমাদের সঙ্গে যেসব নেতাকর্মীদের দেখা হয়েছে। যারা হামলা-মামলার শিকার হয়েছে। যারা আওয়ামী লীগের সঙ্গে কোনোভাবে আপোস করে নাই। আগামী সেইসব বন্ধুদের মূল্যায়ন করা হবে। তাদেরকেই নেতা নির্বাচন করা হবে।
আর যারা স্বৈরাচার আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চলেছেন, তাদের জায়গা বিএনপি তে হবে না। তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে এবং আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিঠুন রায় চৌধুরী, তবিবুর রহমান, সদস্য মোতালেব হোসেন সিকদার, অ্যাডভোকেট রোকনুজ্জামান রোকন, যুছবদলের সদস্য সুনেন্দু কুমার বিশ্বাস, শালিখা উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব নয়নুজ্জামান নয়ন।
আরো উপস্থিত ছিলেন,জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান মোস্তাক উপজেলা স্বেচ্ছাসেবক দলের,সভাপতি সৈয়দ জাহিদুর রহমান জাহিদ, সদস্য সচিব গোলাম কিবরিয়া, যুগ্ন আহবায়ক কামরুল হাসান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফারদিন হাসান সুমন, কৃষক দলের সভাপতি ইলিয়াস, জেলা, শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল হোসেন।
শালিখা উপজেলা জাসাসের সভাপতি আঃ রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান, আড়পাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি রাজিব হাসান, সাধারণ সম্পাদক মোঃ নাহিদ বিশ্বাস, আড়পাড়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মতিউর রহমান, সদস্য সচিব , মোঃ হাসিবুল হাসান,তালখড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ মনিরুল ইসলাম,ছাত্রদল নেতা মোঃ ফিরোজ মৃধা, মোঃ আব্দুল্লাহ বিশ্বাস,যুবনেতা মোঃ রানা মোল্লা, রাজিব মন্ডল, আরাফাত বিশ্বাস, মোঃ পারভেজ আলম, মোঃ সাইকুল মোল্লা, নাজমুল সরদার, তালখড়ি ইউনিয়ন বিএনপি নেতা মোঃ কাতেম মোল্লা, যুবনেতা চৌধুরী নয়ন, বিল্লাল হোসেন বাকী, নারী নেত্রী রুনা সালাম ও প্রমুখ।
প্রিন্ট