আনিসুর রহমানঃ
নাটোরের বাগাতিপাড়ায় এসএসসি, দাখিল ও সমমান পরিক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শনিবার (১২ জুলাই) সকালে ছাত্রশিবিরের বাগাতিপাড়া আদর্শ থানা শাখার আয়োজনে উপজেলার পেড়াবাড়িয়া দাখিল মাদ্রাসার হল রুমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে থানা ছাত্রশিবিরের সভাপতি মিঠু সরকারের সভাপতিত্বে ও সেক্রেটারি শাহীন আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবির নেতা মো. আফতাব আলী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির আনোয়ার হোসেন মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুর রব, জেলা ছাত্রশিবিরের আইন সম্পাদক নাজমুল হোসেন ও সহকারী দাওয়াহ সম্পাদক ইয়াহিয়া খান।
প্রিন্ট