ঢাকা , রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়ায় শ্রমিক অধিকার, নিরাপত্তা ও প্রশিক্ষণ বিষয়ক মতবিনিময় Logo কুষ্টিয়ায় হত্যাসহ দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo ডিভোর্সী নারীকে বিয়ে নিয়ে দ্বন্দ্বঃ যশোরে ছুরিকাঘাতে যুবক নিহত Logo পাংশায় যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র-গুলিসহ চিহ্নিত সন্ত্রাসী বাবুল সরদার গ্রেফতার Logo শালিখায় বি.এন.পি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo মহম্মদপুরে শিক্ষক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত Logo বাগাতিপাড়ায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা Logo UK parliamentarians engage in dialogue for a truth and reconciliation for Bangladesh’s future Logo শান্তিতে নোবেলজয়ীর ব্যর্থতায় দেশে সহিংসতা বাড়ছেঃ -মোমিন মেহেদী Logo এসএসসি ফলাফলে খুশি নয় অভিভাবক ও শিক্ষার্থীরা
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

কুষ্টিয়ায় শ্রমিক অধিকার, নিরাপত্তা ও প্রশিক্ষণ বিষয়ক মতবিনিময়

ইসমাইল হোসেন বাবুঃ

 

কুষ্টিয়ায় শ্রমিকদের অধিকার, নিরাপত্তা, প্রশিক্ষণ ও কর্মঘণ্টা নির্ধারণসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় প্রশাসন, শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জাম বলেন, জনগণের রাস্তা অবরোধ করা সম্পূর্ণ বেআইনি। এটি সরাসরি ফৌজদারি অপরাধ। কোনো উপদেষ্টা বা নেতার বাসভবন ঘেরাও করে সমস্যার সমাধান হবে না। ট্রেড ইউনিয়নের নেতাদের দায়িত্বশীল আচরণ করা উচিত।

 

তিনি আরও বলেন, শ্রমিক অসন্তোষ কোনোভাবেই সহনীয় নয়। ট্রেড ইউনিয়নগুলোর স্ট্যান্ডে খাবার পানি ও স্যানিটেশন সুবিধা নেই, অথচ নানা সুবিধা ও চাঁদা তুলছে তারা। শ্রমিকদের স্বাস্থ্য, নিরাপত্তা, ও হ্যারাজমেন্ট বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় আইন ও বিধান বাস্তবায়নের কথা উল্লেখ করেন সচিব। সচিব জানান, শ্রম সংক্রান্ত যেকোনো অভিযোগ জানাতে হটলাইন নম্বর ১৬৩৫৭ চালু রয়েছে, যা ২৪ ঘণ্টা খোলা থাকে। শ্রমিক পরিবারের শিক্ষা নিশ্চিত করতে ভাতার ব্যবস্থাও নেওয়া হয়েছে।

 

কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান।

 

এসময় উপস্থিত ছিলেন জেলার ট্রেড ইউনিয়ন, চাতাল শ্রমিক, ট্রাক শ্রমিক, স্বর্ণ শিল্প শ্রমিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা। তারা কর্মঘণ্টা নির্ধারণ, বন্ধ সুগার মিল চালু করা, দুর্ঘটনায় আহত বা নিহত শ্রমিকদের জন্য সহায়তা বৃদ্ধি ও তা দ্রুততম সময়ে প্রদানের দাবি জানান। এছাড়াও, কলকারখানার কর্মকর্তা ও মালিকপক্ষ বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

 

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল ওয়াদুদ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক ফরহাদ ওহাব, সহকারী কমিশনার সৈয়দা আফিয়া মাসুমা, আবু সালেহ মোঃ নাসিম, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল হাইসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাবৃন্দ ও শ্রমিক নেতৃবৃন্দ।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শ্রমিক অধিকার, নিরাপত্তা ও প্রশিক্ষণ বিষয়ক মতবিনিময়

error: Content is protected !!

কুষ্টিয়ায় শ্রমিক অধিকার, নিরাপত্তা ও প্রশিক্ষণ বিষয়ক মতবিনিময়

আপডেট টাইম : ৩ ঘন্টা আগে
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপোর্টার :

ইসমাইল হোসেন বাবুঃ

 

কুষ্টিয়ায় শ্রমিকদের অধিকার, নিরাপত্তা, প্রশিক্ষণ ও কর্মঘণ্টা নির্ধারণসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় প্রশাসন, শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জাম বলেন, জনগণের রাস্তা অবরোধ করা সম্পূর্ণ বেআইনি। এটি সরাসরি ফৌজদারি অপরাধ। কোনো উপদেষ্টা বা নেতার বাসভবন ঘেরাও করে সমস্যার সমাধান হবে না। ট্রেড ইউনিয়নের নেতাদের দায়িত্বশীল আচরণ করা উচিত।

 

তিনি আরও বলেন, শ্রমিক অসন্তোষ কোনোভাবেই সহনীয় নয়। ট্রেড ইউনিয়নগুলোর স্ট্যান্ডে খাবার পানি ও স্যানিটেশন সুবিধা নেই, অথচ নানা সুবিধা ও চাঁদা তুলছে তারা। শ্রমিকদের স্বাস্থ্য, নিরাপত্তা, ও হ্যারাজমেন্ট বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় আইন ও বিধান বাস্তবায়নের কথা উল্লেখ করেন সচিব। সচিব জানান, শ্রম সংক্রান্ত যেকোনো অভিযোগ জানাতে হটলাইন নম্বর ১৬৩৫৭ চালু রয়েছে, যা ২৪ ঘণ্টা খোলা থাকে। শ্রমিক পরিবারের শিক্ষা নিশ্চিত করতে ভাতার ব্যবস্থাও নেওয়া হয়েছে।

 

কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান।

 

এসময় উপস্থিত ছিলেন জেলার ট্রেড ইউনিয়ন, চাতাল শ্রমিক, ট্রাক শ্রমিক, স্বর্ণ শিল্প শ্রমিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা। তারা কর্মঘণ্টা নির্ধারণ, বন্ধ সুগার মিল চালু করা, দুর্ঘটনায় আহত বা নিহত শ্রমিকদের জন্য সহায়তা বৃদ্ধি ও তা দ্রুততম সময়ে প্রদানের দাবি জানান। এছাড়াও, কলকারখানার কর্মকর্তা ও মালিকপক্ষ বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

 

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল ওয়াদুদ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক ফরহাদ ওহাব, সহকারী কমিশনার সৈয়দা আফিয়া মাসুমা, আবু সালেহ মোঃ নাসিম, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল হাইসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাবৃন্দ ও শ্রমিক নেতৃবৃন্দ।


প্রিন্ট