ইসমাইল হোসেন বাবুঃ
জুলাই-আগস্ট জুড়ে সংঘটিত গণহত্যা চালানোর অপরাধে সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। মুক্তিযুদ্ধের পর দেশে সরকারবিরোধী আন্দোলনে চব্বিশের গণ-অভ্যুত্থানে দেশজুড়ে সবচেয়ে বড় হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে, যা বড় ধরনের মানবাধিকার লংঘনের অপরাধ। এই গণহত্যার দায়দায়িত্ব এককভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
.
সোমবার বিকেলে মিরপুর উপজেলাধীন সদরপুর ইউনিয়নের কাতলামারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি’র সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্যে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম এসব কথা বলেন।
.
তিনি আরো বলেন, তার রাজনৈতিক সিদ্ধান্তে রাষ্ট্রযন্ত্র, দলীয় ক্যাডার ও গুন্ডা বাহিনী ব্যবহার করে দেশব্যাপী গণহত্যা চালানো হয়। জুলাই-আগস্টজুড়ে এ দেশে যা হয়েছে তা আমাদের চোখের সামনেই হয়েছে। আমরা দেখেছি শেখ হাসিনা কিভাবে রাষ্ট্রযন্ত্র এবং দলীয় ক্যাডার ও গুন্ডা বাহিনী ব্যবহার করে দেশব্যাপী গণহত্যা চালিয়েছে।
.
অনুষ্ঠানে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি’র হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
.
সম্মেলন শেষে ডাক্তার নুরুল ইসলামকে সিনিয়র সহ সভাপতি, আশরাফুল হক আশা মেম্বারকে সাধারণ সম্পাদক, আসাদকে সাংগঠনিক সম্পাদক করে সদরপুর ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক আংশিক কমিটি গঠন করা হয়।
প্রিন্ট