স্থানীয় প্রশাসন, সচেতন এলাকাবাসী ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডিক্লিনের যৌথ উদ্যোগে ভুবনেশ্বর নদকে দূষণমুক্ত করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।
.
গত শনিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক আলোচনা সভায় আগামী ২৩ মে ২০২৫, শুক্রবার নদটি পরিষ্ণের সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনায় স্থানীয়দের পক্ষে “ভুবনেশ্বর নদ বাঁচাও” এর আহবায়ক মো: গোলাম মোস্তফা এবং বিডিক্লিনের প্রধান সমন্বয়ক জহিরুল ইসলাম রবি উপস্থিত ছিলেন।
.
নদীটিকে দূষণের হাত থেকে রক্ষা করে এর নাব্যতা ফিরিয়ে আনার লক্ষ্যে ওইদিন সকাল ৮টায় চরভদ্রাসন উপজেলা পরিষদ চত্বরে পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে। এই মহতী উদ্যোগে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সচেতন এলাকাবাসী ও আগ্রহী স্বেচ্ছাসেবকদের আহ্বান জানানো হয়েছে। আয়োজকরা আশা করছেন, সকলের প্রাণবন্ত অংশগ্রহণে এই অভিযান একটি উৎসবে পরিণত হবে এবং অন্যান্য নদী রক্ষায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে।
প্রিন্ট