হুমায়ুন কবির তুহিন:
ফরিদপুরের সদরপুরে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ক্যাপিটেশন গ্র্যান্ট প্রাপ্ত নিবন্ধিত বে-সরকারি এতিমখানার এতিম শিশুদের মাঝে চেক বিতরণ করা হয়। বৃহস্পতি সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিজ কার্যালয়ে চেক বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ।
–
এ সময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলাতানা বিভিন্ন এতিখানার প্রধানদের হাতে উপজেলার ক্যাপিটেশন গ্র্যান্ট প্রাপ্ত ১৩টি বে-সরকারি নিবন্ধিত এতিমখানাসমূহের মাঝে ২০২৪-২৫ইং অর্থবছরের ২য় কিস্তি মেয়াদি জানুয়ারি-জুন মাসের ৩৩লক্ষ ২৪হাজার টাকার চেক বিতরণ করেন। চেক বিতরনি অনুষ্ঠানে উপস্তিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ মোপাজ্জেল হোসেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন এতিমখানার প্রধানগণ ও সাংবাদিকবৃন্দ।
–
চেক বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা জানান, সমাজসেবা অধিদপ্তর প্রতিবছর ক্যাপিটেশনপ্রাপ্ত এতিমখানার মাধ্যমে শিশুদের জন্য বছরে জনপ্রতি ২হাজার টাকা করে বরাদ্দ প্রদান করে থাকে। সদরপুর উপজেলায় এতিমখানার দায়িত্বশীলদের তিনি প্রকৃত এতিম, দুস্থ, অনাথ, অসহায় ও সুবিধবঞ্চিত শিশুদের প্রতিপালনে যাতে ব্যয় হয় সেদিকে সকলকে লক্ষ্য রাখতে বলেন।
প্রিন্ট