ফরিদপুর শহরের ব্র্যাক ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত ফরিদপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির উদ্যোগে বাংলাদেশ পরিবহন মালিক সমিতির যুগ্ম সাম্পাদক জনাব এস এম শাহ আলম মুকুল এর সভাপতিত্বে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার বাস ও মিনিবাস মালিক গ্রুপের এক সমন্বিত সভা আজ শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন ফরিদপুরের বাস মালিক গ্রুপের সভাপতি জনাব খন্দকার আব্দুর রাশেদ,সাধারণ সম্পাদক জনাব আনিসুর রহমান,ফরিদপুর মিনিবাস মালিক গ্রুপের সভাপতি জনাব সোবহান মুন্সী, ফরিদপুর জেলা শ্রমিক লীগের আহ্বায়ক জনাব গোলাম মোহাম্মদ নাছির,ফরিদপুরগোল্ডেন লাইন পরিবহনের মালিক জনাব ওয়াহিদুজ্জামান কুটি সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মালিক শ্রমিক নেতৃবৃন্দ।
সভায় আগত নেতৃবৃন্দ পরিবহন ব্যাবসা পরিচালনায় তাদের নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। তারা উপজেলা পর্যায়ে বিআরটিসি বাস চালনার তীব্র বিরোধীতা করেন এবং রাস্তায় পরিবহনে পুলিশি হেনস্তা ও চাঁদাবাজির কথা উল্লেখ করে এই চাঁদাবাজি বন্ধে সরকারের সুদৃষ্টি কামনা করেন। এছাড়াও তারা মহাসড়কে নসিমন,করিমন,ইজিবাইক সহ থ্রি হুইলার চালনা বন্ধ করতে সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করেন। তাদের এই সমস্যার সন্তোষজনক সমাধান না হলে অচিরেই কঠোর আন্দোলন সংগ্রামের হুশিয়ারি দেন।
প্রিন্ট