হুমায়ন আহমেদ:
চুয়াডাঙ্গা পৌর এলাকার বনানীপাড়ায় গভীর রাতে সংঘটিত হয়েছে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা। দুর্বৃত্তরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করেছে। এ সময় তারা নারী-শিশুকে শারীরিকভাবে লাঞ্ছিত করে প্রাণনাশের হুমকি দেয়। ঘটনাটি জানাজানি হতেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগী শাবুর আলী (৪৫) পেশায় চাকরিজীবী। ঘটনার সময় তিনি নাইট ডিউটিতে ছিলেন। বাড়িতে ছিলেন তার স্ত্রী সাবানা (৩৫), মেয়ে জান্নাতি খাতুন (১৫) ও পরিবারের আরেক সদস্য। বৃহস্পতিবার (২১ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে।
শাবুর আলীর মেয়ে জান্নাতি খাতুন জানান, “গভীর রাতে হঠাৎ ঘুমের মধ্যে একজন এসে আমার ফুফুর মুখ চেপে ধরে। আমি জেগে উঠলে ভয়ে জিজ্ঞেস করি, আপনি কে? তখন সে ছুরি দেখিয়ে বলে—‘চিল্লাবা না, চিল্লালে খুন করে ফেলব।’”
স্ত্রী সাবানা জানান, দুর্বৃত্তরা তার মুখে থাপ্পড় মেরে জোর করে গহনা ও টাকা ছিনিয়ে নেয়। হুমকির কারণে তিনি অসহায় হয়ে পড়েন।
প্রতিবেশী চুমকি সুলতানা বলেন, “রাতে চিৎকার শুনে দৌড়ে এসে দেখি সবাই কান্নাকাটি করছে। তখনই পুলিশকে খবর দেওয়া হয়।”
ভুক্তভোগী পরিবারের দাবি, দুর্বৃত্তরা ৪ থেকে ৫ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করেছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালিদুর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে চুরির আলামত পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা অভিযোগ করেন, সম্প্রতি এলাকায় পুলিশের টহল কার্যক্রম শিথিল হওয়ায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। আগে রাতে নিয়মিত টহল থাকলেও বর্তমানে তা নেই। এতে ডাকাতির মতো ঘটনা বেড়ে গেছে।
এদিকে ভুক্তভোগী শাবুর আলী থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, ২২ আগস্ট রাত আড়াইটার দিকে কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্ত তার বাড়িতে প্রবেশ করে স্ত্রীকে মারধর করে স্বর্ণের চেইন, আংটি, ব্রেসলেট ও রুপার গয়না সহ প্রায় ৪-৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
প্রিন্ট