হানিফ উদ্দিন সাকিব:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হাতিয়া উপজেলা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার ওছখালী হোটেল রেডসীর সামনে থেকে দুই সহস্রাধিক নেতাকর্মী নিয়ে একটি র্যালি শুরু হয়ে দ্বীপ সরকারি কলেজ গেইটে গিয়ে শেষ হয়।
উক্ত পথসভায় বক্তব্য রাখেন:
হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নজরুল ইসলাম আদনান,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন তালুকদার,
পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খন্দকার সোহেল,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ওসমান,
১নং যুগ্ম আহ্বায়ক আমির আল কাউছার,
পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেদওয়ানুর রহমান রাসেল সহ প্রমুখ।
বক্তারা বলেন, আগামী নির্বাচনে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামীম সাহেবের নেতৃত্বে নোয়াখালী-৬ আসনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেবো।
সর্বশেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।
প্রিন্ট