ইনামুল খন্দকার:
মধুখালী উপজেলার বাগাট ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফরিদপুর ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী খন্দকার নাছির ও ফরিদপুর ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী শামসুদ্দিন মিয়া ঝুনুর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (২২ আগস্ট) বিকাল সাড়ে ৪ টায় উপজেলার বাগাট উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ফরিদপুর ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী শামসুদ্দিন মিয়া ঝুনুর সমর্থকেরা সম্মেলনে যোগ দিতে গেলে কেন্দ্রীয় কৃষকদল নেতা ফরিদপুর ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী খন্দকার নাসিরুল ইসলাম এর সমর্থকেরা সম্মেলনে যোগ দিতে নিষেধ করলে, দু-গ্রুপুর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় কিছুক্ষণের জন্য সম্মেলন পন্ড হয়ে যায়।
এ সময় শামসুদ্দীন মিয়া ঝুনু সমর্থকেরা ১ ঘণ্টা সড়ক অবরোধ করে মিছিল করেন। আহতদের মধ্যে ঝুনু সমর্থকেরা হলেন, বাগাট ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি আকবার আলী শেখ, কেন্দ্রীয় ছাত্রদলের নেতা মোঃ খায়রুল শেখ, বিএনপি নেতা ইদ্রিস আলী শেখ, বিএনপি নেতা সোহাগ শেখ, বিএনপি নেতা সেকেন শেখ, ছাত্রদল নেতা আসিব। অপর দিকে, খন্দকার নাসিরুল ইসলাম এর সমর্থকদের মধ্যে আহতরা হলেন, বিএনপি নেতা ফরিদুল ইসলাম সহ ১০ জন আহত হন।
প্রিন্ট