এস এম রবিউল ইসলাম রুবেলঃ
ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনির শুক্রবার দিনব্যাপী বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলার বিভিন্ন বাজারে পথসভা ও লিফলেট বিতরণ করেছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা জনগণের মাঝে পৌঁছে দিতে তিনি এ প্রচারণা চালান। এ সময় তিনি চতুল ইউনিয়নের বাইখীর চৌরাস্তা বাজার, আলফাডাঙ্গা উপজেলার বানা বাজারসহ বিভিন্ন স্থানে পথসভা করেন এবং স্থানীয় দোকানদার ও এলাকাবাসীর হাতে লিফলেট তুলে দেন। এছাড়া আলফাডাঙ্গা ক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
পথসভায় মনিরুজ্জামান মনির বলেন, “এই দেশ যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে। রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের অগ্রণী ভূমিকার নেতা। তাকে বাদ দিয়ে দেশের ইতিহাস লেখা যাবে না। গত ১৫ বছর আওয়ামী শাসনে বিএনপি ও সাধারণ মানুষ দমবন্ধ পরিস্থিতিতে দিন কাটিয়েছে। মিথ্যা মামলা ও কারাবন্দি করে দমন করা হয়েছে আমাদের। তবুও জিয়ার সৈনিকরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে।”
তিনি আরও বলেন, “তারেক রহমান ছাত্র-জনতার জন্য রোডম্যাপ দিয়েছিলেন। সেই নির্দেশে জনগণের আন্দোলনে স্বৈরশাসক বিদায় নিয়েছে। আমরা আগামী দিনে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। সেজন্য আগামীর নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার বিকল্প নেই।”
জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন সম্পন্ন করতে হবে। জনগণ পিআর পদ্ধতি চায় না, তাই এ পদ্ধতিতে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। বিএনপি ক্ষমতায় এলে ৩১ দফা বাস্তবায়ন করে জনগণের অধিকার ফিরিয়ে দেবে।”
এ সময় তার পথসভা ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, বোয়ালমারী পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক কামরুজ্জামান কামাল, বোয়ালমারী উপজেলা আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের সভাপতি মামুন মৃধা মিরাজ, মধুখালী উপজেলা যুবদল নেতা তাজ আহমেদ, মধুখালী যুবদল নেতা দিদারুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য বদিউজ্জামান বাবলু, দাদপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাবেরসহ তিন উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট