মোঃ আরিফুল হাসান:
ফরিদপুরের মধুখালীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তাসনিয়া অবশেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে। বিমান দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে টানা ৩২ দিন মৃত্যুর সঙ্গে লড়ে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে।
তার শরীরের ৩৭ শতাংশ দগ্ধ ছিল। ২৩ আগস্ট শনিবার সকাল ৮টার দিকে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ৬ নম্বর বেডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তাসনিয়ার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও বন্ধুদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
তাসনিয়ার জানাজা আজ বাদ আসর উত্তরা ১২ নম্বর সেক্টরের খালপাড় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে উত্তরা ১২ নম্বর কবরস্থানে দাফন করা হবে।
প্রিন্ট