ফরিদপুরের আলফাডাঙ্গায় পল্লী চিকিৎসক মো. মতিয়ার রহমানকে ‘ডাক্তার’ লেখার অপরাধে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সন্ধ্যায় উপজেলার পাড়াগ্রাম বাগেরমোড় বাজারে ওই চিকিৎসকের চেম্বারে মেসার্স ফাতেমা ফার্মেসীতে রোগী দেখার সময় তাকে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পল্লী চিকিৎসক মো.মতিয়ার রহমানবাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল(বিএমডিসি) এর সনদ ব্যতীত রোগী ব্যবস্থাপত্রে নিজের নামের আগে ‘ডাক্তার’ লিখে চিকিৎসা দিয়ে যাচ্ছেন দির্ঘ দিন ধরে। এতে সেবাগ্রহীতার অর্থ, স্বাস্থ্য ও জীবনহানির আশঙ্কা সৃষ্টি করার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক বলেন, বিএমডিসি কর্তৃক বৈধ রেজিস্ট্রেশন না থাকালে কোন চিকিৎসকই নিজস্ব প্যাড ব্যবহার করে চিকিৎসা দিতে পারবে না। চিকিৎসক পরিচয়ে প্রাইভেট প্র্যাকটিস না করার জন্য সতর্ক করে দেওয়ার পাশাপাশি যাচাই না করে ফার্মেসীর মালিকদের ভবিষ্যতে এসব তথাকথিত ডাক্তারকে চেম্বার না করতে সতর্ক করে দেন তিনি।