ঢাকা , সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ফরিদপুরের বিরোধপূর্ণ জমিতের আদালতের আদেশ উপেক্ষিত

  • ফরিদপুর অফিসঃ
  • আপডেট টাইম : ০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২
  • ২০০ বার পঠিত

-ছবিঃ প্রতীকী।

ফরিদপুর সদর থানার অন্তর্গত ১৪২ নং দক্ষিণ চরমাধবদিয়া মৌজার অন্তর্গত বিএস খতিয়ান নং ১৮১৪ ও ১৮৬৪,দাগ নং ৫১৮১, ৪৬৪৪, ৪৬৪৪ জমির পরিমান মোট ১৫৭ শতাংশ। এর মধ্যে নালিশী জমির পরিমান ১২৪.৭৫ শতাংশ। যার উত্তরে পাকা রাস্তা, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমে মোঃ সিদ্দিকুর রহমানের জমি যাহা সীমানা নির্ধারনী খুঁটি ও আইল দ্বারা বেষ্টিত।

উক্ত জমির উপর ৪৭০/২০ নং মামলার প্রেক্ষিতে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বরাবর ১৪৪ ধারা জারীর আবেদন করা হলে তিনি নালিশী জমি সরোজমিনে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দাখিল করলে উক্ত স্থানে দীর্ঘদিন শান্তি বজায় ছিল। কিন্তু হঠাৎ করেই গত ১২.০১.২০২২ইং তারিখ হতে স্থানীয় প্রভাবশালী মোঃ লুৎফর রহমান ওরফে নান্নু খাঁ স্বীয় ক্ষমতাবলে রাস্তা হতে অন্যের জমির উপর দিয়ে ডাইব্রেশন করে জোরপূর্বক উক্ত জমিতে প্রবেশ করে।

গত ১৬.০১.২০২১ইং তারিখ হতে নিয়মিত স্থানীয় কতিপয় যুবককে দিয়ে তালতলা বাজারে মহড়া দেয় যাতে কেউ তার কাজে বাধা দিতে না পারে বা বাঁধা দেয়ার মতো সাহস না দেখায়। এই ইমেজকে কাজে লাগিয়ে মোঃ লুৎফর রহমান ওরফে নান্নু খা ১৬.০১.২০২২ তারিখ হতে উক্ত নালিশী জমিতে বেইজ – কলাম – গ্রেটবীম তৈরী করে পাকা স্থাপনা নির্মাণ করে চলছে।

আলাউদ্দিন অটো ব্রিকস্ লিঃ এর পক্ষ হতে তাকে বাধা দিতে এলে নান্নু খাঁ তাদেরকে হুমকি ধামকি দিয়ে বলে, আপনারা চাকুরী করেন, সেইভাবে থাকেন। এর মধ্যে জড়াতে আসবেন না।

উল্লেখ্য যে, নান্নু খা ইতিমধ্যে আলাউদ্দিন অটো ব্রিকস্ লিঃ এর ম্যানেজার ও হিসাব রক্ষক এর নামে এজাহার দায়ের করে তাদেরকে হয়রানির করছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় প্রভাবশালী মহলের ইন্ধনে এই মোঃ লুৎফর রহমান ওরফে নান্নু খা একটি উৎপাদন মুখী প্রতিষ্ঠিত শিল্পকারখানার অভ্যন্তরে অবৈধ স্থাপনা নির্মাণ করে শিল্পকারখানাটি বন্ধ করার উপক্রম করে তুলেছে।

এই কারখানার অভ্যন্তরে প্রায় ১২০জন লোক কাজ করে। পরবর্তীতে পুনরায় কারখানা কর্তৃপক্ষ তাকে বুঝিয়ে কাজ বন্ধ রাখতে বললে কারখানা কর্তৃপক্ষ এর প্রতিনিধিকে নান্নু খা গং খুন জখম করতে উদ্যত হলে সে জীবন রক্ষার্থে দৌড়ে পালাইয়া থানায় এসে অভিযোগ করলে থানা কর্তৃপক্ষ বিজ্ঞ আদালতে মামলা করার পরামর্শ দেয়।

কারখানা কর্তৃপক্ষ কার্যক্রম বন্ধ করার জন্য পুনঃরায় আদালতের শরনাপন্ন হলে বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে মোঃ লুৎফর রহমান ওরফে নান্নু খাঁ গং দের নালিশী জমিতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন প্রকার আকার আকৃতির পরিবর্তন ও পরিবর্ধণ করা যাবে না ও উভয় পক্ষের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এই মর্মে কোতয়ালী থানার অফিসার ইনচার্জকে বিষয়টি নিশ্চিত করতে নির্দেশনা দেন।

কিন্তু মোঃ লুৎফর রহমান ওরফে নান্নু খাঁ আদালতের আদেশ / নিষেধাজ্ঞা অমান্য করে স্থানীয় গডফাদারের ছত্রছায়ায় ও স্থানীয় কতিপয় স্বশস্ত্র যুবককে মহড়ায় রেখে ১৪৪ ধারা উপেক্ষা করে রীতিমতো তার কাজ চালিয়ে যাচ্ছে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

error: Content is protected !!

ফরিদপুরের বিরোধপূর্ণ জমিতের আদালতের আদেশ উপেক্ষিত

আপডেট টাইম : ০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২
ফরিদপুর অফিসঃ :

ফরিদপুর সদর থানার অন্তর্গত ১৪২ নং দক্ষিণ চরমাধবদিয়া মৌজার অন্তর্গত বিএস খতিয়ান নং ১৮১৪ ও ১৮৬৪,দাগ নং ৫১৮১, ৪৬৪৪, ৪৬৪৪ জমির পরিমান মোট ১৫৭ শতাংশ। এর মধ্যে নালিশী জমির পরিমান ১২৪.৭৫ শতাংশ। যার উত্তরে পাকা রাস্তা, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমে মোঃ সিদ্দিকুর রহমানের জমি যাহা সীমানা নির্ধারনী খুঁটি ও আইল দ্বারা বেষ্টিত।

উক্ত জমির উপর ৪৭০/২০ নং মামলার প্রেক্ষিতে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বরাবর ১৪৪ ধারা জারীর আবেদন করা হলে তিনি নালিশী জমি সরোজমিনে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দাখিল করলে উক্ত স্থানে দীর্ঘদিন শান্তি বজায় ছিল। কিন্তু হঠাৎ করেই গত ১২.০১.২০২২ইং তারিখ হতে স্থানীয় প্রভাবশালী মোঃ লুৎফর রহমান ওরফে নান্নু খাঁ স্বীয় ক্ষমতাবলে রাস্তা হতে অন্যের জমির উপর দিয়ে ডাইব্রেশন করে জোরপূর্বক উক্ত জমিতে প্রবেশ করে।

গত ১৬.০১.২০২১ইং তারিখ হতে নিয়মিত স্থানীয় কতিপয় যুবককে দিয়ে তালতলা বাজারে মহড়া দেয় যাতে কেউ তার কাজে বাধা দিতে না পারে বা বাঁধা দেয়ার মতো সাহস না দেখায়। এই ইমেজকে কাজে লাগিয়ে মোঃ লুৎফর রহমান ওরফে নান্নু খা ১৬.০১.২০২২ তারিখ হতে উক্ত নালিশী জমিতে বেইজ – কলাম – গ্রেটবীম তৈরী করে পাকা স্থাপনা নির্মাণ করে চলছে।

আলাউদ্দিন অটো ব্রিকস্ লিঃ এর পক্ষ হতে তাকে বাধা দিতে এলে নান্নু খাঁ তাদেরকে হুমকি ধামকি দিয়ে বলে, আপনারা চাকুরী করেন, সেইভাবে থাকেন। এর মধ্যে জড়াতে আসবেন না।

উল্লেখ্য যে, নান্নু খা ইতিমধ্যে আলাউদ্দিন অটো ব্রিকস্ লিঃ এর ম্যানেজার ও হিসাব রক্ষক এর নামে এজাহার দায়ের করে তাদেরকে হয়রানির করছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় প্রভাবশালী মহলের ইন্ধনে এই মোঃ লুৎফর রহমান ওরফে নান্নু খা একটি উৎপাদন মুখী প্রতিষ্ঠিত শিল্পকারখানার অভ্যন্তরে অবৈধ স্থাপনা নির্মাণ করে শিল্পকারখানাটি বন্ধ করার উপক্রম করে তুলেছে।

এই কারখানার অভ্যন্তরে প্রায় ১২০জন লোক কাজ করে। পরবর্তীতে পুনরায় কারখানা কর্তৃপক্ষ তাকে বুঝিয়ে কাজ বন্ধ রাখতে বললে কারখানা কর্তৃপক্ষ এর প্রতিনিধিকে নান্নু খা গং খুন জখম করতে উদ্যত হলে সে জীবন রক্ষার্থে দৌড়ে পালাইয়া থানায় এসে অভিযোগ করলে থানা কর্তৃপক্ষ বিজ্ঞ আদালতে মামলা করার পরামর্শ দেয়।

কারখানা কর্তৃপক্ষ কার্যক্রম বন্ধ করার জন্য পুনঃরায় আদালতের শরনাপন্ন হলে বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে মোঃ লুৎফর রহমান ওরফে নান্নু খাঁ গং দের নালিশী জমিতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন প্রকার আকার আকৃতির পরিবর্তন ও পরিবর্ধণ করা যাবে না ও উভয় পক্ষের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এই মর্মে কোতয়ালী থানার অফিসার ইনচার্জকে বিষয়টি নিশ্চিত করতে নির্দেশনা দেন।

কিন্তু মোঃ লুৎফর রহমান ওরফে নান্নু খাঁ আদালতের আদেশ / নিষেধাজ্ঞা অমান্য করে স্থানীয় গডফাদারের ছত্রছায়ায় ও স্থানীয় কতিপয় স্বশস্ত্র যুবককে মহড়ায় রেখে ১৪৪ ধারা উপেক্ষা করে রীতিমতো তার কাজ চালিয়ে যাচ্ছে।


প্রিন্ট