ফরিদপুর পৌরসভার মেয়র এর উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
আজ বৃহষ্পতিবার বিকেলে ১৬ নং ওয়ার্ডে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ফরিদপুরের পৌরপিতা মেয়র অমিতাভ বোস। শীতের শুরু থেকে তার ধারাবাহিক শীতবস্ত্র বিতরণের অংশ হিসেবে ১৬ নং ওয়ার্ডের দুইশতাধিক অসহায় দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। এ সময় ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ, নাগরিক কমিটির নেতৃবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় মেয়র বলেন অসহায় দুস্থ পৌরবাসীর শীতের কষ্ট লাঘবের জন্য আমার সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি। আমার এই ক্ষুদ্র চেষ্টা বৃহৎ অসহায় শীতার্ত দুস্থ জনগোষ্ঠীর জন্য খুবই সামান্য। তিনি অসহায় দুস্থ মানুষদের শীতের প্রকোপ থেকে বাচাতে সামর্থবান ও বিত্তবানদেরকে এগিয়ে আসার আহব্বান জানান।
প্রিন্ট