ঢাকা , রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

নগরকান্দায় করোনা টিকাকেন্দ্রে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়।

ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ ভবনের সামনে, রোববার (৯ জানুয়ারি) শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা দেয়া হচ্ছে। সেখানে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় সৃষ্টি হয়েছে। যাদের বয়স ১২ থেকে ১৮ বছর, তাদের গত ৩ জানুয়ারি থেকে ফাইজার টিকা দেয়া শুরু করা হয়েছে। এ কার্যক্রম ১৩ জানুয়ারি পর্যন্ত চলবে বলে জানা গেছে। শুরু থেকে প্রতিদিন টিকাকেন্দ্রে উপচে পড়া ভিড় থাকায়, শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে বলে ধারনা স্থানীয়দের।

একাধিক শিক্ষার্থী ও অভিভাবক জানান, ‘টিকা না নিলে বিদ্যালয়ে যাওয়া যাবে না, এমন ঘোষণার পর শিক্ষার্থীরা দ্রæত টিকা নিতে টিকাকেন্দ্রে আসছে। তবে টিকাকেন্দ্রে সামাজিক দূরত্ব মেনে টিকা দেয়া হচ্ছে না। এতে করোনা টিকা নিতে আসা শিক্ষার্থীরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। ভিড় নিয়ন্ত্রণ না করে টিকা প্রদান করায়, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে, এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া জরুরী।’

লস্করদিয়া আতিকুর রহমান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, “আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা প্রদানের নির্ধারিত তারিখে গিয়ে দেখেছি, একাধিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের নির্ধারিত তারিখ না মেনেই টিকা নিতে এসেছে। এ কারনে টিকাকেন্দ্রে উপচে পড়া ভিড় সৃষ্টি হচ্ছে।”

নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইফতেখার আজাদ বলেন, “যাদের বয়স ১২ থেকে ১৮ বছর, এদের ফাইজারের টিকা দেয়া হচ্ছে। এই টিকা এসি রুমের মধ্যে দিতে হয়। নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসি রুম না থাকায়, উপজেলা পরিষদ ভবনের এসি রুমে ফাইজারের টিকা দেয়া হচ্ছে। নির্ধারিত বিদ্যালয় ছাড়াও, একই দিনে একাধিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা টিকা নিতে আসায় টিকাকেন্দ্রে বেশি ভিড় হচ্ছে।”


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

error: Content is protected !!

নগরকান্দায় করোনা টিকাকেন্দ্রে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়।

আপডেট টাইম : ০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২
বোরহানুজ্জামান আনিস, স্টাফ রিপোর্টারঃ :

ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ ভবনের সামনে, রোববার (৯ জানুয়ারি) শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা দেয়া হচ্ছে। সেখানে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় সৃষ্টি হয়েছে। যাদের বয়স ১২ থেকে ১৮ বছর, তাদের গত ৩ জানুয়ারি থেকে ফাইজার টিকা দেয়া শুরু করা হয়েছে। এ কার্যক্রম ১৩ জানুয়ারি পর্যন্ত চলবে বলে জানা গেছে। শুরু থেকে প্রতিদিন টিকাকেন্দ্রে উপচে পড়া ভিড় থাকায়, শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে বলে ধারনা স্থানীয়দের।

একাধিক শিক্ষার্থী ও অভিভাবক জানান, ‘টিকা না নিলে বিদ্যালয়ে যাওয়া যাবে না, এমন ঘোষণার পর শিক্ষার্থীরা দ্রæত টিকা নিতে টিকাকেন্দ্রে আসছে। তবে টিকাকেন্দ্রে সামাজিক দূরত্ব মেনে টিকা দেয়া হচ্ছে না। এতে করোনা টিকা নিতে আসা শিক্ষার্থীরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। ভিড় নিয়ন্ত্রণ না করে টিকা প্রদান করায়, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে, এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া জরুরী।’

লস্করদিয়া আতিকুর রহমান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, “আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা প্রদানের নির্ধারিত তারিখে গিয়ে দেখেছি, একাধিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের নির্ধারিত তারিখ না মেনেই টিকা নিতে এসেছে। এ কারনে টিকাকেন্দ্রে উপচে পড়া ভিড় সৃষ্টি হচ্ছে।”

নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইফতেখার আজাদ বলেন, “যাদের বয়স ১২ থেকে ১৮ বছর, এদের ফাইজারের টিকা দেয়া হচ্ছে। এই টিকা এসি রুমের মধ্যে দিতে হয়। নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসি রুম না থাকায়, উপজেলা পরিষদ ভবনের এসি রুমে ফাইজারের টিকা দেয়া হচ্ছে। নির্ধারিত বিদ্যালয় ছাড়াও, একই দিনে একাধিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা টিকা নিতে আসায় টিকাকেন্দ্রে বেশি ভিড় হচ্ছে।”


প্রিন্ট