মোক্তার হোসেন, স্টাফ রিপোর্টার
রাজবাড়ী জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ সুলতানা আক্তারের সাথে তার কার্যালয়ে বুধবার (২২ জানুয়ারী) সকালে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রাজবাড়ী সদর, গোয়ালন্দ, পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে নিয়ে রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সৌজন্য সাক্ষাৎকালে রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, জেলা সাংগঠনিক সম্পাদক তন্ময় দাস, রাজবাড়ী সদর উপজেলার সুশীল কুমার দাস ও অধ্যক্ষ তাপস, পাংশার শিব শংকর চক্রবর্তী ও লিটন কুমার বিশ্বাস, কালুখালীর রনজয় বসু ও যাবদ দত্ত, বালিয়াকান্দির রাম চন্দ্র চট্রোপাধ্যায় ও গোয়ালন্দের শ্যামল কুমার প্রমূখ উপস্থিত ছিলেন। পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।
জেলা প্রশাসক সুলতানা আক্তার উপস্থিত সকলের সাথে কুশলাদী বিনিময় করেন। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার গুরুত্বারোপ করেন। প্রয়োজনে তার সাথে যোগাযোগের পরামর্শ প্রদান করেন নবাগত জেলা প্রশাসক। পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাতে সন্তোষ প্রকাশ করেন।
প্রিন্ট