মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে আম্পায়ারিং করে সবার কাছে গ্রহণ যোগ্যতা পেয়েছেন মিলন শেখ। বলা চলে ফরিদপুরে এই মুহূর্তে যে কয়েকজন ক্রিকেট আম্পায়ার্স রয়েছেন তার মধ্যে অল্প সময়ে গ্রহণযোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছেন তিনি। পাশাপাশি বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্টে তিনি নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে আম্পায়ারিং করে সবার মন আকৃষ্ট করতে সক্ষম হয়েছে তিনি।
তার পুরো নাম মোহাম্মদ ; শেখ মিলন, জন্ম ; ০৪/০১/১৯৮৭, ঠিকানা; ওয়ারলেস পাড়া, গোয়ালচামট, ফরিদপুর।
এস এস সি; ২০০৩ সাল, এইচ এস সি ; ২০০৫, ডিগ্রি ; ২০১১ সাল।
আম্পায়ারিং এর পাশাপাশি ব্যাবসার সাথে জড়িত রয়েছে তিনি। আজ থেকে ৭ -৮ বছর আগে থেকেই তিনি ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার অধীনে নিয়মিত আম্পায়ারিং করে আসছেন। ফরিদপুর প্রিমিয়ার ক্রিকেট লিগ, ১ম বিভাগ, ২য় বিভাগ ও কোয়ালিফাই বিভাগ এর নিয়মিত আম্পায়ার তিনি। এছাড়া বিভিন্ন জেলা জেলায় নিজের দক্ষতার সাথে খেলা পরিচালনা করছেন।
এর মধ্যে রাজবাড়ী মেয়র কাপ, ভাংগা প্রিমিয়ার লিগ, মুকসুদপুর, গোপালগঞ্জ , মাদারীপুর, ঢাকা সুপ্রিম কোর্ট প্রিমিয়ার লিগ, মমিনখার হাট প্রিমিয়ার লিগ, সহ আরো অনেক টুর্নামেন্ট এ তাকে আম্পায়ারিং করতে দেখা যায়।
তিনি সাবেক ক্রিকেটার, তিনি ফরিদপুর জেলার তিন ফরম্যাট এ খেলেছেন। উল্লেখ্য, প্রিমিয়ার ডিভিশন ইডেন ক্লাব, ফার্স্ট ডিভিশন, আনন্দ আবির, জি এফ সি সি, সেকেন্ড ডিভিশন ওয়েস্ট ইন্ড স্পোর্টস, বন্ধন স্পোটিং ক্লাব, চারু স্মৃতি।
এছাড়া তার নিজের একটা সংগঠন আছে, শেফা স্পোর্টিং ক্লাব। তার মতে ভালো আম্পায়ার হতে হলে, নিজেকে অবশ্যই ভালো মানুষ হতে হবে। তার স্বপ, বাংলাদেশের ভালো মানের একজন আম্পায়ার হওয়া।
তার কোচ: জহিরুল হক জিন্নাহ।
তার এক ছেলে এক মেয়ে। তার আশাবাদ মেধা ও দক্ষতা থাকলে ফরিদপুর থেকে আরো ভালো মানের আম্পায়ার বেরিয়ে আসবে। তিনি তার আম্পায়ারিং এর উন্নতিতে সবার কাছে দোয়া প্রার্থনা করছেন।
প্রিন্ট