আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রুণ্যের উৎসব’২০২৫ উদযাপন উপলক্ষে বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি’২৫) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলির সভাপতিত্বে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত কর্শশালায় অংশগ্রহন করে শাহদৌলা সরকারি কলেজ,মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজ, বাঘা ফাজিল মাদ্রাসা, রহমতুল্লাহ বালিকা, উচ্চ বিদ্যালয় ও ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয়, কারিগরি কলেজের শিক্ষার্থীরা। টিম লিডার হিসেবে তাদের প্রতিনিধিত্ব করেন স্ব স্ব প্রতিষ্ঠানের ১জন করে শিক্ষক। ৫ ভাগে বিভক্ত হয়ে প্রতিটি গ্রুপ থেকে প্রেজেন্টেশন উপস্থাপন করেন শাহদৌলা সরকারি কলেজের শিক্ষার্থী সিরাজুম মনিরা, মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থী নানজিবা তাসলিম মমো, বাঘা ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী খালিদ হাসান, রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমা রনক ও ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয়, কারিগরি কলেজের শিক্ষার্থী রিফাত আহমেদ।
এতে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে- সুশাসন প্রতিষ্ঠায় গনতন্ত্র, দলীয় ও রাজনীতি প্রভাবমুক্ত বাংলাদেশ, জবাবদীহি মূলক সরকার মেধা যোগ্যতার মূল্যায়ন, ন্যায় বিচার, সম অধিকার, নৈতিক মূল্যেবোধ, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, মাদক, বাল্য বিবাহ প্রতিরোধে নিজেকে বদলানোর মাধ্যমে দেশ ও পৃথিবী বদলানোর বিষয়গুলো সামনে এসেছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রেজেন্টেশন উপস্থাপন করেন আইসিটি অফিসার এস.এম আযম। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী এজাজুল আলম। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দের অফিসার মুনসুর আলীর সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির সাবেক সভাপতি সহকারি অধ্যাপক (অবঃ) জাহাঙ্গীর হোসেন, উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আফম হাসান, মহিলা বিষয়ক অফিসার নাসরিন সুরতানা, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারি প্রকৌশলী আব্দুল মমিন, সাংবাদিক আব্দুল লতিফ মিঞা, প্রভাষক তাহমিদুল ইসলাম, প্রধান শিক্ষক বাবুল ইসলামসহ কর্মশালায় অংশগ্রহনকারি শিক্ষক-শিক্ষার্থী।
জানা যায়, গত বছরের ৩০ ডিসেম্বর ২০২৪ হতে ১৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত “তারুণ্যের উৎসব-২০২৫” উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভাসহ উপজেলার বিভিন্ন দপ্তর কর্মসূচি চলমান রেখেছে।
প্রিন্ট