রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়ন বিএনপির পথ সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা গ্রামে বাচ্চুর মোড়ে এ পথ সভা অনুষ্ঠিত হয়েছে। পরে ওই গ্রামে সৈয়দ মোহাম্মদ আলীর বাড়ি বিভিন্ন ইউনিয়ন বিএনপি নেতাকর্মী সম্মিলিত হয়।
পরমেশ্বরদীর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মাদ আলীর সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন, রুপাপাত ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কালাম মোল্লা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান সজীব।
পরমেশ্বরদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল মোল্লার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আক্কাস মাতুব্বর, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ হাফিজুর রহমান, সাবেক যুবদলের সাবেক সভাপতি সৈয়দ সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ রাশেদ ইসলাম কাজল, যুবদলের সিনিয়র সহসভাপতি সৈয়দ বালা, পরমেশ্বরদী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সৈয়দ অনিক, যদুনন্দী ইউনিয়ন বিএনপি নেতা, কাজী ইলিয়াস, আলহাজ্ব টুলু মিয়া, বাবলু ফকির, বক্কার মোল্লা, সালাউদ্দীন শিকদার প্রমুখ।
এছড়া সেখানে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রিন্ট