সাহিদা পারভীনঃ
বর্ণাঢ্য আয়োজনে সোমবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। দুপুরে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ। এতে বিশেষ অতিথি হিসেবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ইশরাত জাহান উম্মন, কালুখালী থানার অফিসার ইনচার্জ মো জাহেদুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়ছার, মেডিকেল অফিসার ডাঃ বুলবুল আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভার পর জনসংখ্যা বিষয়ক কাজের জন্য ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলো, শ্রেষ্ঠ ইউনিয়ন পুরস্কার মাজবাড়ী ইউনিয়ন পরিষদ, শ্রেষ্ঠ পরিবার কল্যান সহকারী রওশন আরা, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শিকা প্রতিমা রানী রায়,শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক জাহিদুল ইসলাম, শ্রেষ্ঠ উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মতিউর রহমান ও শ্রেষ্ঠ ইউএইচ এন্ড এফডব্লিওসি মদাপুর।
পুরস্কার প্রদানের পর বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
প্রিন্ট