মোঃ অহিদ সাইফুলঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সারাদেশের মতো ঝালকাঠিতে বিএনপি’র প্রাথমিক সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ কার্যক্রমকে গতিশীল করতে জেলা সমন্বয়ক টিম গঠন করা হয়েছে।
টিমের সদস্যবৃন্দরা হলেন মাসুদ আহমেদ মিলন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক যুবদল কেন্দ্রীয় কমিটি মো.কামরুজ্জামান, সাবেক সহ-গণ শিক্ষা বিষয়ক সম্পাদক, যুবদল কেন্দ্রীয় কমিটি ও গোলাম আজম সৈকত সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় কমিটি।
ঝালকাঠি জেলার দায়িত্বপ্রাপ্ত এই সমন্বয়ক টিম খুব শীঘ্রই জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে আলোচনা করে জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সদস্য সংগ্রহ কর্মসূচির রূপরেখা নির্ধারণ করবেন।
এ উদ্যোগের মাধ্যমে দলের সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী এবং জনসম্পৃক্ত রাজনীতি চাঙ্গা করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।
প্রিন্ট