রিপন সরকারঃ
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপিতে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজদের স্থান নেই। মব জাস্টিস সমাজে ক্যান্সারে পরিণত হয়েছে । বিএনপি কখনোই সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতি করে না। আওয়ামীলীগ ও তাদের প্রেতাত্মারাসহ একটি পক্ষ পরিকল্পিতভাবে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য সোহাগ হত্যাসহ বিভিন্ন হত্যাকান্ড এবং চাঁদাবাজির ঘটনাগুলো বিএনপির ওপর চাপিয়ে দিচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জাতীয় ও আন্তজার্তিক চক্রান্ত করা হচ্ছে।
অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের সঙ্গে লন্ডনে তারেক রহমানের বৈঠক হওয়ার পর থেকে একটি চক্র এ চক্রান্তে লিপ্ত রয়েছে। নানা ধরণের অপপ্রচার ও কুৎসা রটানো হচ্ছে। উসকানী ও চক্রান্ত থেকে সকলকে সাবধান থাকতে হবে। কোন রকম হটকারী সিদ্ধান্তে যাওয়া যাবে না। তারা বিএনপিকে বিপথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে সতর্ক থাকতে হবে। গতকাল ১৪জুলাই সোমবার বিকেলে রূপগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ভূলতা বিসমিল্লাহ আড়তের মাঠে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন।
সভায় বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, বিএনপির নির্বাহী সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, শরিফুল ইসলাম টুটুল, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নূরুন্নবী ভূঁইয়া, রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আজিজ মাস্টার, আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন ও হাজী আব্দুর রফিক প্রমুখ।
রুহুল কবির রিজভী আরও বলেন, বিএনপি হচ্ছে গণতন্ত্রের পক্ষের শক্তি। বিএনপি আন্দোলনের মধ্য দিয়ে মানুষের ভোটাধিকার পুনঃ প্রতিষ্ঠার জন্য কাজ করছে। যারা বিএনপিকে সন্ত্রাসের সাথে জড়াতে চায়, তারা প্রকৃতপক্ষে গণতন্ত্রের শত্রু।
তিনি আরও বলেন, যতো অপপ্রচার, ষড়যন্ত্র হচ্ছে বিএনপির বিরুদ্ধে এটা হাওয়ায় মিশে গেছে। বিএনপি এমন একটি রাজনৈতিক দল, দলের নাম ভাঙ্গিয়ে কেউ কিছু করলে কোন ছাড় নেই। এটা বিএনপি, এটার নাম তারেক রহমান। কিছু মাছুম বাচ্চাদের দিয়ে কেউ কথা বলাচ্ছে। মব জাস্টিস সমাজে ক্যান্সারে পরিণত হয়েছে। আজকে বড় বড় কথা বলছেন অনেকেই। বিএনপি সেই দল যারা শান্তি বজায় রাখে।
শহীদ জিয়াউর রহমানের ন্যায়বিচার, শাসন, আদর্শ আজও মানুষ মনে রেখেছে। আওয়ামীলীগ মানে লুটপাটের দল, হানাহানির দল। ইসলামের নাম দিয়ে লেবাসধারীরা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সারা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি ছাত্রজনতাকে সহযোগীতা করেছিলো।
গণতান্ত্রিক সমাজে রাজনীতি করার অধিকার সবার রয়েছে। বলছেন যে বিএনপির চাঁদাবাজির দায়িত্ব নিয়েছে। তাহলে দুই উপদেষ্টার এপিএস এতো টাকার মালিক হলো কিভাবে? কোন কোন উপদেষ্টার নাকি বাড়ি পাওয়া গেছে। কিন্তু এগুলোর-তো ব্যবস্থা নিচ্ছেন না। বিএনপির জনপ্রিয়তা কোটি কোটি মানুষের মাঝে।
এ কারণেই তারেক রহমানের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। লন্ডনে তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার একটা বৈঠক হয়েছে। সেই দিন থেকেই চক্রান্ত শুরু হয়েছে। বিএনপিতে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজদের কোন ঠাঁই নেই।
পরে শহীদ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ ও বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ করে কর্মসূচির উদ্বোধন করেন রুহুল কবির রিজভী।
প্রিন্ট